Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

‘নিঃসঙ্গ’ সাকিবের আপ্রাণ চেষ্টা

অনুশীলনে মনোযোগী সাকিব। ছবি: সকাল সন্ধ্যা
অনুশীলনে মনোযোগী সাকিব। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। ম্যাচের দিন দলগুলো মাঠে আসে টসের ঘণ্টাখানেক আগে। কিন্তু সন্ধ্যার ম্যাচের অনেক আগেই ‘নিঃসঙ্গ’ সাকিব আল হাসান উপস্থিত স্টেডিয়ামে। স্পষ্টভাবে বল দেখায় অভ্যস্ত হতে নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করে আপ্রাণ চেষ্টা করে গেলেন তিনি।

দলের মাত্র চারজন সদস্য নিয়ে বেলা ১২টা ২০ মিনিটে মাঠে চলে আসেন সাকিব। বোলিং কোচ মোহাম্মদ রফিক, দলের ট্রেনার রুবায়েত, একজন থ্রোয়ার ও একজন দল সহযোগী ছিলেন তার সঙ্গী। এর বাইরে রংপুর রাইডার্সের আর কারোরই বিকাল ৫টার আগে মাঠে আসার কথা নয়।

ওই চারজনকে নিয়ে সাকিব এলেন। তৈরি হয়ে সরাসরি স্টেডিয়ামের পাশের একাডেমি মাঠের সেন্টার উইকেটে চলে গেলেন ব্যাটিং অনুশীলন করতে। তার সঙ্গে আসা কেউই খেলোয়াড় নন। তাই সাকিবের এই অনুশীলনকে ‘নিঃসঙ্গ’ বলাই যায়।

ম্যাচের প্রায় ৫ ঘণ্টা আগে সাকিবের এই অনুশীলনের কারণ পরিষ্কার। যে করেই হোক বর্তমান সমস্যা কাটিয়ে উঠতে চান। তবে এখনও পেস বল খেলতে পারছেন না ভালোভাবে। থ্রোয়োরের ছোঁড়া বলগুলো একটু গতির হওয়ায় শুরুতে সাকিবের সমস্যা হচ্ছিল।

অনুশীলনে তাকে বোলিং করলেন ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মোহাম্মদ রফিক। থ্রোয়ারকে দিয়ে বল করিয়ে পেস বোলিংটা খেলার চেষ্টা করেছেন সাকিব। নিয়মিত বল না করা ট্রেনারও পেস বোলার হয়ে গেলেন সাকিবের জন্য। 

কিন্তু থ্রোয়ার ছাড়া কারও বল সঠিক লাইনে পড়ছিল না। তাই দুজনকে সরিয়ে, পাশেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলন করতে থাকা রিশাদ হোসেনকে এনে বোলিং করিয়েছেন।

শুরুতে সাকিবের বল খেলতে সমস্যা হচ্ছিল। স্ট্যান্স বদল করে খেলেছেন স্পিন ও পেস। ব্যাটে-বলেও হচ্ছিল না শুরুর দিকে। তবে ঘণ্টা পার করার পর যেন একটু ধাতস্থ হয়েছেন। স্পিন বলগুলো খেলতে পারছিলেন। পরে থ্রোয়ারের পেস বলগুলোও সোজা ব্যাটে লাগাতে পেরেছেন সাকিব।

সাকিবের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সকাল সন্ধ্যাকে রফিক বলেছেন, “সে যদি না খেলে তাহলে আমাদের দলের সমস্যা হয়। আজ খেলবে। সে জন্যই প্রস্তুত হচ্ছে। এখন সমস্যাটা চোখের। কিন্তু যে চোখ দিয়ে খেলবে, সেই চোখে সমস্যা হলে কীভাবে খেলবেন। আলহামদুলিল্লাহ। যে কয়দিন দেখেছি, সেই তুলনায় আজ মোটামুটি আত্মবিশ্বাসী মনে হয়েছে। দেখি আজ কী হয়।”

প্রায় দুই ঘণ্টা অনুশীলন শেষে টিম হোটেলে ফিরে গেছেন সাকিব। অনুশীলনের পুরোটা সময় ভিডিও ধারণ করা হয়েছে। এগুলো দেখে নিজের সমস্যা শোধরানের চেষ্টা করবেন দেশসেরা অলরাউন্ডার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত