Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ কিন্তু কবে ফিরবেন সাকিব?

shakib
[publishpress_authors_box]

অবশেষে সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। বোলিং অ‍্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে এ সুসংবাদ এসেছে এই ক্রিকেটারের জন্য। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে বাধা নেই সাকিবের।

কিন্তু প্রশ্ন হলো এই অলরাউন্ডার ক্রিকেটে ফিরবেন কবে? বাংলাদেশ দলে যোগ দেওয়ার কোন লক্ষণ নেই। বিদেশের মাটিতে খেলারও সুযোগও পাচ্ছেন না কোন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক না পাওয়ায়। তাহলে সাকিব প্রতিযোগীমূলক ম্যাচে বোলিং শুরু করবেন কবে? 

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম‍্যাচে বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। ইংল্যান্ডের ওই লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেই পাশ করতে ব্যর্থ হন সাকিব।

পরে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায় একই ফল আসে। এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে ফিরে পরীক্ষা দিয়ে সুসংবাদ শুনলেন তিনি। এই ল‍্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল।

তার বোলিং ‌অ‍্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

সর্বশেষ পিএসএল ও ইংল্যান্ডের দি হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব। কোন লিগেই দল পাননি। আইপিএলও দল নেই তার। দেশে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার কথা আছে তার।

ঈদের পর নাটকীয় ভাবে তার দেশে আসার পথ খুললেই কেবল মাঠে ফিরতে পারবেন সাকিব। নয়তো এ বছর বাংলাদেশ ছাড়া আর কোথাও খেলার পথ খোলা নেই তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত