Beta
শনিবার, ১৫ জুন, ২০২৪
Beta
শনিবার, ১৫ জুন, ২০২৪

শপথের পর দিন একা অনুশীলনে সাকিব

মিরপুরে ঘাম ঝড়িয়েছেন সাকিব।
মিরপুরে ঘাম ঝড়িয়েছেন সাকিব।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

একদিন আগেই নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাকিব আল হাসান। বিপিএলের প্রস্তুতিতে তাই বুধবার আর ঘাম ঝরানো হয়নি। আজ বৃহস্পতিবার আর সাকিব বসে ছিলেন না। মিরপুরে একাই করলেন অনুশীলন।

দুপুর ২টায় মিরপুরে আসেন সাকিব। অ্যাকাডেমির জিমে লম্বা সময় শারীরিক কসরত করতে দেখা যায় তাকে। একজন সহকারী নিয়ে ৪০ মিনিটের জিম সেশন করে ড্রেসিংরুমে ফিরে যান।

কিছু সময় বিশ্রাম নিয়ে ব্যাট-প্যাড হাতে ছুটেন ইনডোরের দিকে। সেখানে বোলিং মেশিন নিয়ে ব্যাটিং অনুশীলন করেন আরও ঘন্টা খানেক। ইনজুরির পর বাম হাতের অনামিকায় পুরো শক্তি পেতে অনুশীলন চালিয়ে যেতে হবে সাকিবকে। ইনডোরে অনুশীলনে রংপুরের কোচ সোহেল ইসলাম ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ব্যাট হাতে প্রথমবার মিরপুরের ইনডোরে বোলিং মেশিন নিয়ে নক করেন। পরদিন বিপিএলে তার দল রংপুর রাইডার্সের হয়ে নেট সেশন করেন সাকিব।

ওই নেট সেশনে স্বতঃস্ফুর্ত সাকিবকে দেখা যায়নি। ব্যাটিংয়ের সময় জোরে শট নিতে বেগ পেতে হচ্ছিল তাকে। তাছাড়া ব্যাটিংয়ের পর ফিটনেস সেশনে দৌড়ে হাঁপিয়ে উঠছিলেন। ম্যাচ ফিটনেস পাওয়ার চেষ্টায় কঠিন সময়েই পার করছেন বাংলাদেশ অলরাউন্ডার।

এ লড়াইয়ে একদিন ছেদ পড়েছে। নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় বুধবার অনুশীলন করতে পারেননি। পরদিনই অনুশীলনের বড় ঝুঁকি নেননি সাকিব। আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর অনুশীলন করলেও সাকিব ছিলেন মিরপুরে। ঘামও ঝড়িয়েছেনে সেখানে।

সাকিব আসার আগে বৃহস্পতিবার ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করেছেন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। মুশফিক উমরাহ শেষে বুধবার দেশে ফিরেই অনুশীলন করতে আসেন মিরপুরে। তবে গতকালের চেয়ে আজ তার ব্যাটিং অনুশীলন ছিল বেশি স্বতঃস্ফুর্ত। মাহমুদউল্লাহ ও মুশফিক দুজনই এবার ফরচুন বরিশালের হয়ে খেলবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত