অনেক দিন ধরেই চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুরো বিশ্বকাপটাই খেলেছেন চোখের এই সমস্যা নিয়ে। ভারতে পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছিলেন, মানসিক চাপে রেটিনায় পানি জমছে তার। তাই মানসিক চাপ কমাতে হবে।
হয়েছে উল্টো। বিশ্বকাপ শেষে নির্বাচনী প্রচারণায় মানসিক চাপ বেড়েছে আরও। তাতে আবারও ফিরে এসেছে রেটিনার সেই সমস্যা। এজন্য অনুশীলনে ব্যাটিং স্ট্যান্স বদলাতে হচ্ছে সাকিবকে। দেখার চেষ্টা করতে হচ্ছে মাথা বেশি ঝুঁকিয়ে । কাঁধে চাপ বাড়ছে তাই। এমন সমস্যা নিয়ে তিনি বিপিএলে শুরু থেকে সেরা ছন্দে খেলতে পারবেন কিনা শঙ্কা দেখা দিয়েছে তা নিয়ে।
এর মধ্যে ঢাকায় দুজন বিশেষজ্ঞ দেখিয়েছেন সাকিব। চিকিৎসাও চললেও অবস্থার তেমন উন্নতি হয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন সাকিব। তবে ফিরে আসবেন বিপিএল শুরুর আগেই।
কদিন আগে ক্রিকবাজকে সাকিব বলেছিলেন, ‘‘যখন ভারতে ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপস দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার কারণ কিনা। কিন্তু বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে পরীক্ষা করানোর সময় কোনো চাপ ছিল না। তখন কোন সমস্যাও ছিল না।’’
নির্বাচনে জয়ের পর সংসদ সদস্য হিসেবে সাকিবের চাপ কমার কোনো কারণ নেই। আর ক্রিকেট তো আছেই। সবমিলিয়ে বেশ অস্বস্তিতেই আছেন সাকিব।