Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাকিব-শরিফুল ব্যর্থ দলও ব্যর্থ

rt
[publishpress_authors_box]

ব্যাট হাতে ব্যর্থ তাই বোলিংয়েও আসেননি। রোববার কানাডা টি-টোয়েন্টি লিগে খুব বাজে দিন কেটেছে সাকিব আল হাসানের। নিজের ব্যর্থতার সঙ্গে বাজে ভাবে হেরেছে দলও।

ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে মাত্র ৭৯ রানে অলআউট হয় সাকিবের দল। মাত্র ৮০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে মাত্র ১১.২ ওভারেই টপকে যায় ব্র্যাম্পটন। ৮ উইকেটের জয়ে বাংলা টাইগার্স মিসিসুগাকে টপকে ছয় দলের তালিকায় তিনে উঠেছে তারা। সাকিবের বাংলা টাইগার্স আছে চার নম্বরে।

এবারের টুর্নামেন্টে মাত্র ২৪ রানই ছিল সাকিবের সর্বোচ্চ। এর বাইরে চার ম্যাচের একটিতেও দু’অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। রোববার ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নেমে মাত্র ৪ রানে আউট হয়েছেন। এদিন বাংলা টাইগার্সের পুরো ব্যাটিং লাইনই ছিল ব্যর্থ। ইফতিখার ১৯, ডেভিড ভিসা ১০ ও শরিফুল ১২ রান করেছেন।

রfন তাড়ায় ডেভিড ওয়ার্নারের ৩৩ বলে ৪৪ রানে সহজেই জিতে যায় ব্র্যাম্পটন। সাকিব বোলিংয়েই আসেননি, শরিফুল ৩ ওভারে দিয়েছেন ২৫ রান।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত