Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেতে সাকিবের আরও অপেক্ষা

কাউন্টির সেই ম্যাচে বল করছেন সাকিব।
কাউন্টির সেই ম্যাচে বল করছেন সাকিব।
[publishpress_authors_box]

গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষার ফল এখনও হাতে পাননি বাংলাদেশ অলরাউন্ডার।

বুধবার সিলেটে সংবাদ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যাম্পিয়নস ট্রফির দল ইস্যুতে কথা বলতে গিয়ে সাকিবের এই তথ্য জানালেন তিনি। সাকিবের বোলিং পরীক্ষার ফলের জন্য তারা দল ঘোষণায় আরও কিছুদিন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।

প্রধাণ নির্বাচক জানিয়েছেন, “আমরা জানতে পেরেছে সাকিব প্রথম যে পরীক্ষা দিয়েছিল তাতে সে উত্তীর্ণ হয়নি। পরে যে পরীক্ষা দিয়েছে সেই ফল এখনও আমরা পাইনি। বোর্ডের কাছ থেকে সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে এখনি কোন সবুজ সংকেতও পাইনি। আমরা এটুকু জানতে পেরেছি যে সে আরেকটা পরীক্ষা দিয়েছে। তাই আমরা আরও একটু অপেক্ষা করবো। সাকিব চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকবে কিনা সেই সিদ্ধান্ত তাই নিতে দেরি হচ্ছে। আশাকরি ১-২ দিনের মধ্যে জানতে পারব।”

গত বছর শেষদিকে শ্রীলঙ্কান টি-১০ সুপার লিগে খেলা অবস্থাতে বোলিং নিষেধাজ্ঞার খবর পান সাকিব আল হাসান। ইংল্যান্ড  ক্রিকেট বোর্ডের অধীনে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছিলেন তিনি।  

বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতিটা বেশ ভালো ভাবে নিয়েছিলেন সাকিব। গল মারভেলসের হয়ে খেলা সাকিব দলটির নেটে বোলিং অ্যাকশন শোধরানোর প্রস্তুতি নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে কাজ করেছেন বিভিন্ন অ্যাকশন নিয়ে।

তাছাড়া পাকিস্তানী স্পিন বোলিং লিজেন্ড সাকলাইন মুশতাকও পরামর্শ দিয়েছিলেন সাকিবকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত