Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

চলতি বছর সব টেস্ট খেলবেন সাকিব

সাকিব
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রতি সিরিজের আগেই সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে আলোচনা চলে। সারকার পতনের পর সেই আলোচনায় জোড় হাওয়া লেগেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের অবসরের দাবিও তুলেছেন অনেকে।

পাকিস্তান সিরিজের দল ঘোষণার আগ পর্যন্ত সাকিবকে বাদ দেওয়ার সম্ভাবনাকে ফেলে দেওয়া যাচ্ছিল না। কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার জানিয়ে দিলেন শুধু পাকিস্তান সিরিজ নয়, এ বছর সব টেস্টের জন্যই সাকিবকে বিবেচনা করবেন তারা।

সাকিবের টেস্টে থাকা অবশ্য বোর্ডের চাওয়াতে নয়, নিজ অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়েই নিজের জায়গাটা ধরে রেখেছেন এই অলরাউন্ডার, “এটা তার পারফরম্যান্সের কারণেই যাচ্ছেন। সাকিব পারফরম্যান্স দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন। সব ফরম্যাটে মানিয়ে নিতে পারার সক্ষমতা, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়েই তিনি দলে আছেন।”

পুরো বছর সাকিবের দলে থাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, “৮টা টেস্ট আছে ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত। সবগুলোতেই সাকিবকে পাওয়া যাচ্ছে এভেইলএবল থাকবেন এবং সবগুলোতেই নিয়মিতভাবে অনুশীলন সেশনে আসবেন। এখানে প্লেয়ারদের নিরাপত্তা বা এসব ব্যাপার নিশ্চিত করতে হবে অবশ্যই সাকিব আল হাসান বাংলাদেশের একজন শীর্ষ ক্রিকেটার।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত