“সাকিব আল হাসান এখন শুধুই একজন ক্রিকেটার” – আওয়ামীলীগ সরকার পতনের পর সংসদ সদস্য সাকিবকে নিয়ে এভাবেই বলছিলেন শাহরিয়ার নাফীস। বিগত সরকারের সকল মন্ত্রী – সংসদ সদস্যদের ওপরই জনরোষ তৈরি হয়েছে। তাতে সাকিবের নিরাপত্তা নিয়ে বড় চিন্তা বিসিবির।
কিন্তু পাকিস্তান সিরিজ সামনে রেখে দলের সঙ্গে অনুশীলনের জন্য দেশে ফিরতেই হতো সাকিবকে। তখন সাকিবের নিরাপত্তা কেমন হবে, কিভাবে দেওয়া হবে এ নিয়ে একটু হলেও চিন্তা ছিল বিসিবির। তবে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফীস বলেছিলেন – সাকিব দলে থাকলে একরকম, দলে না থাকলে একরকম।
রোববার সন্ধ্যায় পাকিস্তান সিরিজের জন্য সাকিবকে রেখেই ১৬ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। তবে বিসিবির আপাতত মাথা সাকিবের নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। কারণ পাকিস্তান সিরিজে খেলতে সাকিবের দেশে ফেরা লাগছে না। সোমবার সকালেই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিব দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন দুবাইতে।
সাকিব ছাড়াও টেস্ট দলে গুরুত্বপূর্ণ সংযুক্তি তাসকিন আহমেদ। লাল বল থেকে ইনজুরির কারণে সাময়িক বিশ্রাম নিয়েছিলেন এই পেসার। কাঁধের ইনজুরি অনেকটা ভালো হওয়ায় আবার ফিরেছেন লাল বলের বিবেচনায়। অবশ্য দলে থাকলেও তাসকিন সফরে শুধু দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দল ঘোষণার ব্যাপারে প্রধান নির্বাচক জানিয়েছেন, “এই ফরম্যাটে আমাদের সেরা ক্রিকেটারদের দলে রাখার ওপর গুরুত্ব দিয়েছি। সাকিব, মুশফিক, মুমিনুল মিলে ২১৬ টেস্ট খেলেছে। মিরাজ ও তাইজুল দীর্ঘদিন স্পিন বিভাগে নেতৃত্ব দিচ্ছে। আমরা পাঁচ পেসারও নিয়েছি পাকিস্তানের কন্ডিশন বিবেচনা করে। ব্যাটাররা ভালো করলে দলগত প্রচেষ্টায় ভালা কিছু সম্ভব।”
পাকিস্তান সিরিজের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।