Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ক্রিকেটারদের পারফর্ম্যান্সে হতাশ নন সাকিব

331
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল শেষ হতে না হতেই শ্রীলঙ্কা আসছে দেশে। সুতরাং জাতীয় দলের চিন্তা এখন সামনে। পাশাপাশি অধিনায়কের প্রসঙ্গ চলে আসছে। একদিনের বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব আল হাসানই বলেছিলেন, বিশ্বকাপ শেষেই অধিনায়ক ছেড়ে দেবেন। শনিবার রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ জিতে সাকিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই সেই কথা মনে করিয়ে দেওয়া হয়। এই প্রশ্নকে বোর্ডের সঙ্গে আলোচনার অপেক্ষায় রেখে অধিনায়ক দল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন।

অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেছেন, “বোর্ডের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ হয়নি।”

তবে বিপিএলে দেশি ক্রিকেটারদের তথৈবচ অবস্থা। টি-টোয়েন্টি দলের ব্যাটারদের ব্যাটে রান নেই। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন নির্বাচকরা। যদিও সাকিব আল হাসান নির্ভার হয়ে বলছেন, “আমার কাছে মনে হয়, এটা নিয়ে আলোচনা না করাই ভাল। সবাই যার যার জায়গাতেই আছে, ভাল অবস্থানে আছে। বিপিএল কঠিন টুর্নামেন্ট। এবারের পিচও খুব আদর্শ নয়। গতবার পিচ ও কন্ডিশন দুইটাই ভালো ছিল এবং অনেক রান হয়েছিল, যেটা আসলে এবার হচ্ছে না। জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলতে খেলতে একটু রিলাক্স হয়ে যায়। হয়ত এখানে সময় নিচ্ছে, এখান থেকে বিল্ড আপ করে হয়ত সবাই বিশ্বকাপে দল ভালো করবে। আমার মনে হয় না এটা নিয়ে হতাশা বা দুশ্চিন্তার কিছু আছে।”

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করার প্রত্যাশা করছেন তিনি, “আমি নিশ্চিত যারা দলে থাকবে, তারা ভালই করবে। দল হিসেবে গত এক-দেড় বছরে টি-টোয়েন্টিতে ভালো খেলেছে। এ বছর বিশ্বকাপ আছে, আশা করব সবাই ভালো করে। একইসাথে টেস্টেও শুরু ভালো হয়েছে। নিউজিল্যান্ডের সাথে জিতেছি। শুরু ভালো হয়েছে, সামনে অনেক টেস্ট আছে। বেশ কয়েকটা ম্যাচ জিততে পারলে ভাল হবে।”

বিপিএলের পর শ্রীলঙ্কার সঙ্গে হবে দেশের এই ক্রিকেটারদের আরেক দফা পরীক্ষা। এই সিরিজে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট – সবই আছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত