আইপিএলে শুরু থেকেই জড়িয়ে বলিউড তারকারা। কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আছেন শাহরুখ খান, জুহি চাওলারা। তেমনি রাজস্থানের সঙ্গে যুক্ত শিল্পা শেঠী আর পাঞ্জাবের প্রীতি জিনতা। তবে বিপিএলে এতদিনেও দেখা যায়নি ঢালিউড বা রুপালি জগতের কোনো তারকাকে।
অবশেষে মিটতে পারে সেই আক্ষেপ । আগামী বিপিএলে আসতে চান ঢালিউডের সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। ঢাকার মালিকানা কিনতে ফ্র্যাঞ্চাইজি ফি’র দেড় কোটি টাকা জমা দিয়েছে সবশেষ ‘তুফান’ সিনেমা দিয়ে বাজিমাত করা শাকিব খানের কোম্পানি। রুপালি পর্দার পাশাপাশি ক্রিকেট মাঠেও এবার ‘তুফান’ তুলতে চান ঢালিউডের এই তারকা।
ছাত্র আন্দোলন শুরুর আগেই ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক নিউটেক্স গ্রুপ জানিয়ে দিয়েছিল, পরের বিপিএলে না থাকার কথা। তাই বিসিবি খুঁজছিল নতুন মালিক। সেই সুযোগটাই নিয়েছে কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যান। আর এই দলটির মালিকানায় যুক্ত আছেন নায়ক শাকিব খান। এই কোম্পানির শুভেচ্ছাদূত আবার ক্রিকেটার সাকিব আল হাসান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকা জমা দিয়েছে রিমার্ক-হারল্যান। তবে এখনই চুড়ান্ত মালিকানা দেওয়া হচ্ছে না তাদের। কারণ যারা সেই মালিকানা দিবেন সেই বিপিএল গভর্নিং বডির প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন সরকার বদলের পর।
এ নিয়ে বিপিএলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বললেন, ‘‘অংশগ্রহণ মানি যেটা সেটা দিয়ে গেছে রিমার্ক-হারল্যান। দল নেওয়ার আগ্রহ দেখিয়েছে। কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে কিনা তা এখনও বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ যেহেতু বিসিবির বিপিএল কমিটির সভাপতি দেশে নেই, এখন এটা সামনে কে করবে এসব নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। তাই দল দেওয়ার ব্যাপারে ভবিষ্যত করণীয় এখনও ঠিক হয়নি। তারা আগ্রহ দেখিয়েছে এরপর বিসিবির যাচাই-বাছাই করার যে বিষয়টা সেটা এখনও বাকি।’’
গত বিপিএলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল দাবি তুলছিলেন, বিপিএলের লভ্যাংশের জন্য। কারণ লভ্যাংশ না পেলে লোকসানের শঙ্কা থাকে ফ্র্যাঞ্চাইজিদের। সরকার পরিবর্তনের পর নাফিসা কামাল গা ঢাকা দিয়েছেন। তার দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার গুঞ্জন আছে। বিপিএলের আগে ফিরে না এলে বদল হতে পারে কুমিল্লার মালিকানাও।