Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

হল মালিকদের আশীর্বাদ হয়ে ফের শাকিব, ৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’

shakib-khan-sonal-chauhan-darad-01
[publishpress_authors_box]

দেশের বড়পর্দায় ফের উৎসবমুখর পরিবেশ। সিনেমহলগুলো নতুন রূপে সাজছে। কেননা শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্রটি সারাদেশের ৮৪টি প্রেক্ষগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তথ্যটি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

অনন্য মামুন বলেন, “সারাদেশের সিনেমাপ্রেমীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিনেমাহলগুলো থেকেও খুব ভালো রেসপন্স পাচ্ছি। দেশের বাইরেও ‘দরদ’ নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আশা করি, সবাই ছবিটি দারুণ উপভোগ করবেন।”

মামুন জানান, এরই মধ্যে দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে আগাম টিকেট বুকিংয়ের হিড়িক পড়ে গেছে।

রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে শুক্রবারের সব টিকেট বুক হয়ে গেছে। বাড়াতে হয়েছে শো। এদিকে তথ্যটি সকাল সন্ধ্যাকেও নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “সারাদেশে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই ‘দরদ’ মুক্তি পাচ্ছে। দর্শক রেসপন্স খুব ভালো। সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মলে অবস্থিত শাখায় প্রথম দিনের সবগুলো টিকেট বুক হয়ে গেছে। সারাদেশের সবগুলো শাখায় ২১টি শো চলার কথা ছিল। দর্শক চাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যেই দু’টি শো বাড়ানো হয়েছে। চাহিদার প্রেক্ষিতে এটির সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।”

ঈদ কিংবা বড় কোন উৎসব ছাড়া শাকিব খানের ছবি মুক্তিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টরা। তাই, সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও শাকিব খানের ছবিটিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকার বাইরে বন্ধ থাকা হলগুলো ঝেড়ে মুছে ফের দুয়ার খুলছে শাকিব খানের চলচ্চিত্রটিকে কেন্দ্র করে।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “ঈদেই শাকিব খানের ছবি মুক্তি পাবে এমন কোন কথা ছিল না। ইন্ডাস্ট্রির ছবি স্বল্পতার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে, এই সময়ে শাকিবের ছবি মুক্তিকে অনেক বড় মনে হচ্ছে। ‘বেদের মেয়ে জোছনা’ কিন্তু ঈদে মুক্তি পায়নি। সবকিছুর উপর গল্প ও নির্মাণ। সেটি ভালো না হলে যার ছবিই হোক তা দর্শক গ্রহণ করে না। তবে, শাকিবের অনেক বড় একটা ফ্যানবেইজ আছে। তার ছবি মুক্তি পেলে হল মালিকরা উপকৃত হন। আর ছবি হিট হলে তো কথাই নেই। আশা করছি ‘দরদ’ ভালো করবে।”

তবে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’ শুধু দেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশটি দেশে একযোগে। আন্তর্জাতিকভাবে সবমিলে কতগুলো সিনেমা হলে ‘দরদ’ মুক্তি পাচ্ছে তার সঠিক হিসেবটি এখনও দিতে পারছেন না নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন। তিনি জানান, সঠিক সংখ্যাটি জানাতে আরও কিছু সময় চাই তার।

এক বউপাগল প্রেমিক চরিত্র ‘দুলু মিয়া’ রূপে ‘দরদ’-এ হাজির হচ্ছেন শাকিব। তার সঙ্গে এ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ইমরান হাশমির বিপরীতে ২০০৮ সালে ‘জান্নাত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডের পর্দায় অভিষিক্ত এ নায়িকা হিন্দি ও তেলেগু ছবিতে নিয়মিতই অভিনয় করছেন। ‘দরদ’ এ নায়িকার বিশতম চলচ্চিত্র। শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে তাকে।

অন্যদিকে রোমান্টিক লুক ছাড়াও অ্যাকশনেও শাকিব ভিন্নমাত্রায় হাজির হতে পারেন সিনেমাটিতে। অন্তত ট্রেইলার তাই বলছে। ইতিমধ্যে এ সিনেমার হিন্দি ভাষায় মুক্তি পাওয়া একটি গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। এ ছবির গানগুলো রিলিজ দিচ্ছে টি সিরিজ। ছবিটির ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ।

ছবিটির মুক্তিকে কেন্দ্র করে দেশের পর্দায় উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও এ উৎসবে শামিল হচ্ছেন না শাকিব খান কিংবা সোনাল চৌহান। দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে দেশে আসার কোন সম্ভাবনা নেই ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকা ঢাকাই হিরোর। আসছেন না সোনাল চৌহানও। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। ছবি মুক্তির প্রচারণায় তাই, কিছুটা একাই লড়ছেন তিনি।

সিনেমা মুক্তির আগে দ্বিতীয় গানটি প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

যেসব হলে মুক্তি পাচ্ছে দরদ
১. স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি ২. স্টার সিনেপ্লেক্স- সীমান্ত সম্ভার ৩. স্টার সিনেপ্লেক্স- এস.কে. এস টাওয়ার ৪. স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার ৫. স্টার সিনেপ্লেক্স- মিলিটারি মিউজিয়াম ৬. স্টার সিনেপ্লেক্স- বালি আর্কেড, চট্টগ্রাম ৭. ব্লক বাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক, ৮. জয় সিনেমাস- লায়ন কমপ্লেক্স, জিঞ্জিরা ৯. গ্র্যান্ড রিভার ভিউ- রাজশাহী ১০. সিলভার স্ক্রীন- চট্টগ্রাম ১১. গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার- সিলেট ১২. মধুবন সিনেপ্লেক্স- বগুড়া ১৩. মনিহার সিনেপ্লেক্স- যশোর ১৪. মধুমিতা সিনেমা- ঢাকা ১৫. শ্যামলী সিনেপ্লেক্স- ঢাকা ১৬. আনন্দ সিনেমা- ঢাকা ১৭. বিজিবি সিনেমা- ঢাকা ১৮. ম্যাজিক মুভি থিয়েটার- দিয়াবাড়ি ১৯. সৈনিক ক্লাব সিনেমা- ঢাকা ২০. গীত সিনেমা- ঢাকা ২১. নিউ গুলশান সিনেমা- জিঞ্জিরা ২২. সেনা অডিটোরিয়াম- সাভার ক্যান্ট ২৩. চন্দ্রিমা সিনেমা- শ্রীপুর, আশুলিয়া ২৪.উল্কা সিনেমা- জয়দেবপুর,
২৫. ঝুমুর সিনেমা- জয়দেবপুর ২৬. সাবা সোহানা- টঙ্গী ২৭. সিনেস্কোপ- নারায়ণগঞ্জ ২৮. গুলশান সিনেপ্লেক্স- নারায়ণগঞ্জ ২৯. নিউ মেট্রো সিনেমা- নারায়ণগঞ্জ ৩০. মনিহার সিনেমা- যশোর ৩১. ছায়াবানি সিনেমা- ময়মনসিংহ ৩২. শাপলা সিনেমা- রংপুর ৩৩. রুপকথা সিনেমা- পাবনা ৩৪. লিবার্টি সিনেমা- খুলনা ৩৫. শংখ সিনেমা- খুলনা ৩৬. নন্দিতা সিনেমা- সিলেট ৩৭. বিজিবি সিনেমা- সিলেট ৩৮. সুগন্ধা সিনেমা- চট্টগ্রাম ৩৯. সিনেমা প্যালেস- চট্টগ্রাম ৪০. নবিন সিনেমা- মানিকগঞ্জ ৪১. অভিরুচি সিনেমা- বরিশাল ৪২. রাজতিলক সিনেমা- রাজশাহী
৪৩. স্বপ্নিল সিনেপ্লেক্স- কুষ্টিয়া ৪৪. মমো ইন- বগুড়া ৪৫. চাঁদমহল সিনেমা- কাচপুর ৪৬. পান্না সিনেমা- মুক্তারপুর ৪৭. মডার্ন সিনেমা- দিনাজপুর ৪৮. তামান্না সিনেমা- সৈয়দপুর ৪৯. ভাসানি অডিটোরিয়াম ৫০. সত্যবতী সিনেমা- শেরপুর ৫১. কুইন সিনেপ্লেক্স- জামালপুর, ৫২. বনলতা সিনেমা- ফরিদপুর ৫৩. রাজ সিনেমা- কুলিয়ারচর ৫৪. আনন্দ সিনেমা- কুলিয়ারচর ৫৫. মধুমতি সিনেমা- ভৈরব ৫৬. পূর্বাশা সিনেমা- সান্তাহার ৫৭. ক্লিউপেট্রা সিনেমা- ধুনট ৫৮. পূর্ণিমা সিনেমা- কোম্পানীগঞ্জ ৫৯. প্রিয়া সিনেমা- ঝিনাইদহ ৬০. ভিক্টোরিয়া সিনেমা- শ্রীমঙ্গল ৬১. ছন্দা সিনেমা- হাসনাবাদ ৬২. ঝংকার সিনেমা- বক্সিগঞ্জ ৬৩. মাধবী সিনেমা- মধুপুর ৬৪. রাজিয়া সিনেমা- নাগরপুর ৬৫. সোনালী সিনেমা- টেকেরহাট ৬৬. সোনালী সিনেমা- ঘোড়াঘাট ৬৭. সবুজ সিনেমা- চরফ্যাশন ৬৮. শাপলা সিনেমা- শ্রীপুর, গাজীপুর, ৬৯. বনরুপা সিনেমা- মাওনা বাজার ৭০. সাথি সিনেমা- আড়াইহাজার ৭১. রুপান্তর সিনেমা- গফরগাঁও ৭২. রোমা সিনেমা- জুমারবাড়ি ৭৩. মোহন সিনেমা- হবিগঞ্জ ৭৪. মনিকা- সায়েস্তাগঞ্জ ৭৫. মৌচাক সিনেমা- ভাঙ্গুড়া ৭৬. নসিব সিনেমা- সাপাহার ৭৭. চলন্তিকা সিনেমা- গোপালদি
৭৮. প্রিয়া সিনেমা- গৌরীপুর ৭৯. ভাই ভাই সিনেমা- দেওয়ানগঞ্জ ৮০. বৈশাখী সিনেমা- কালুখালি ৮১. আশা সিনেমা- মেলান্দহ ৮২. আলিম সিনেমা- মঠবাড়িয়া ৮৩. সোহাগ সিনেমা-ঘোড়াশাল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত