আবারও বেটিং সাইটের বিজ্ঞাপনে দেখা গেল সাকিব আল হাসানকে। দু‘বছর আগে ‘বেট উইনার নিউজ’-এর সঙ্গে চুক্তির পর বিতর্কে পড়েছিলেন তিনি। ওই সময় বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন সাকিব। বিসিবির চুক্তি অনুযায়ী বেটিং নির্ভর কোন প্রতিষ্ঠানের সঙ্গে কোন ক্রিকেটার যুক্ত হতে পারতেন না।
সাকিব এখন বিসিবির চুক্তিতে নেই। জাতীয় দলের সঙ্গেও নেই তিনি। বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হতে সাকিবের আর বাধা নেই। তাই এবার বহুল প্রচলিত বেটিং সাইট “ওয়ানএক্সবেট”-এর সঙ্গেই যুক্ত হলেন।
এর আগেই এই সাইটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিয়েরন পোলার্ড, ডুয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস চুক্তিবদ্ধ হয়ে বিজ্ঞাপন করেছিলেন। সাকিবও সেই পথে এগিয়েছেন। শনিবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি বিজ্ঞাপন প্রচারিত হয়। তাতে সাকিবকে “ওয়ানএক্সবেটের” টি শার্ট গায়ে দেখা যায়।
আইনগতভাবে এটি সাকিবের জন্য সমস্যা তৈরি না করলেও, বাংলাদেশে বেটিং বা জুয়ার যেকোনো প্রচার নিষিদ্ধ। ফলে তার এই বিজ্ঞাপন বাংলাদেশি দর্শকদের লক্ষ্য করেই কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনের ছাড়পত্র পেয়েছেন। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তিনি আদৌ আর বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।