Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

পাঁচ বছর পর মুকুট হারালেন সাকিব

ssssssssssss
[publishpress_authors_box]

গত পাঁচ বছরে বদলে গেছে কত কিছু। এর মাঝেও ওয়ানডে র‌্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। বাজিকরের প্রস্তাবের তথ্য লুকিয়ে নিষিদ্ধ হলেও মুকুটটা হারাননি সাকিব।

সেই অধ্যায়টার সমাপ্তি হল আজ (বুধবার)। আইসিসির নতুন র‌্যাংকিংয়ে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান সাকিব হারিয়েছেন প্রায় পাঁচ বছর পর। তার মুকুটটা কেড়ে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

২০১৯ সালের ৭ মে রশিদ খানকে সরিয়ে এক নম্বর হয়েছিলেন সাকিব। এরপর কেটে গেছে ১৭৩৯ দিন বা প্রায় পাঁচ বছর। আজ (বুধবার) সাকিবের কাছ থেকে মুকুট কাড়লেন আফগানিস্তানেরই নবি। তবে এত বেশি দিন সাকিবের মত শীর্ষে থাকতে পারেননি আর কেউ।

৩৯ বছর বয়সে নবি অলরাউন্ড র‌্যাংকিংয়ের চূড়ায় উঠে এসেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে। সেই ম্যাচে ১৩৬ রানের ইনিংস খেলার পাশাপাশি ১টি উইকেটও নিয়েছিলেন নবি।

সাকিব আল হাসান চোখের সমস্যায় বিশ্বকাপে ছিলেন বিবর্ণ। বিশ্বকাপের পর থেকে আবার রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এই সুযোগটাই কাজে লাগিয়েছেন নবি। তার পয়েন্ট ৩১৪। সাকিবের পয়েন্ট ৩১০।

তবে ২৫৬ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত