Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সাকিব এখন সিলেটে, খেলবেন ম্যাচও

সিলেটে পৌঁছানোর পর সাকিব। ছবি : রংপুর রাইডার্স
সিলেটে পৌঁছানোর পর সাকিব। ছবি : রংপুর রাইডার্স
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা-লন্ডন-ঢাকা। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা। চোখের চিকিৎসায় গত এক সপ্তাহে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন সাকিব আল হাসান। বিপিএলে খেলাও অনিশ্চিত ছিল রংপুর রাইডার্সের এই তারকার।

 স্বস্তির হচ্ছে, চোখে অস্ত্রোপচার লাগছে না সাকিব আল হাসানের। বিপিএলে খেলবেন তিনি। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আজ (বৃহস্পতিবার) সিলেটেও পৌঁছেছেন সাকিব।

ক্লান্তি তাকে স্পর্শ করে না কখনও। নিজেই একবার বলেছিলেন, ‘‘ব্যস্ত না থাকলেই বরং খারাপ লাগে আমার।’’ তাই ভ্রমণ ক্লান্তি ভুলে শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন সাকিব।

গত বছর বিশ্বকাপ চলার সময়ই চোখে সমস্যা ধরে পড়েছিল সাকিবের। ভারতে দুজন চক্ষুবিশেষজ্ঞ দেখিয়েছিলেন। এরপর দেশে ফিরে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। ছুটে গেছেন লন্ডনে। এরপর সিঙ্গাপুর হয়ে ফিরলেন দেশে।

এবারের বিপিএলে একটাই ম্যাচ খেলেছেন সাকিব। ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচে ৩ বলে আউট হয়েছিলেন ২ রান করে। তবে ৪ ওভার বল করে ১৬ রানে নেন ২ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত