Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ব্যাট করেছেন ৮ নম্বরে

সাকিবের ফেরার ম্যাচে বিবর্ণ রংপুর

২ রানে আউট হয়েছেন সাকিব।
২ রানে আউট হয়েছেন সাকিব।
Picture of শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

[publishpress_authors_box]

চোখের চিকিৎসা শেষে ঢাকা ফিরেই সরাসরি দলে যোগ দিলেন। ক্লান্তিতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাচ খেলতেও নেমে গেলেন সাকিব আল হাসান। কিন্তু তার ব্যাট হাসেনি। রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচের মতোই ২ রানে আটকে গেলেন তিনি। প্রথম ম্যাচে খেলেছিলেন ৩ বল এবার এক বল বেশি (৪)।

ব্যর্থতার দিনে ব্যাটিং অর্ডার বদলেও লাভ হয়নি সাকিবের। সব সময় তিনে নামা এই অলরাউন্ডার খুলনা টাইগার্সের বিপক্ষে আজ ব্যাটিংয়ে নেমেছেন ৮ নম্বরে। দলও তখন কঠিন অবস্থায়। কিন্তু সাকিব দলকে বিপদমুক্ত করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত খুলনার দেয়া ১৬১ রানের পেছনে ছুটে সাকিবরা ১৮.৪ ওভারে ১৩২ রানে অলআউট হয়।

বিপিএলে শুক্রবার ভেন্যু বদল হল। মিরপুর থেকে টুর্নামেন্ট চলে এল চায়ের নগরী সিলেটে। তাতে ম্যাচের ফলেও পরিবর্তন এল। চলতি আসরে এই প্রথম আগে ব্যাট করা দল ম্যাচ জিতল।

শুক্রবার খুলনার জয়ের নায়ক শ্রীলঙ্কান দাশুন শানাকা। ব্যাট-বল হাতে সমান উজ্জ্বল তিনি। মাঝের ওভারে রংপুরের রান আটকে দেয়া স্পেল করেছেন তিনি। ৩ ওভারে মাত্র ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ।

খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩২ রানে অলআউট হয় রংপুর। মোহাম্মদ নবি ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫০, শামীম হোসেন ২২ বলে ৪ চারে করেন ৩০ রান।

শুক্রবার আগে ব্যাট করে খুলনা মোহাম্মদ নাওয়াজের ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ ও দাশুন শানাকার ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কার ৪০ রানে ৬ উইকেটে ১৬০ রানের স্কোর গড়ে। ইভিন লিউইস করেন ৩৭ রান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত