Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সাকিবের ব্যাপারে ড. ইউনূসের সঙ্গে কথা বলবেন শান্ত

shakib-shanto-4
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলছিলেন সাকিব আল হাসান। ওইসময় দেশে হত্যা মামলায় নাম জড়িয়ে যায় তার। বাঁহাতি অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পৌঁছে যায় বিসিবির কাছে। কঠিন এই পরিস্থিতিকে সতীর্থদের পাশে পেয়েছেন সাকিব।

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফেরার পর সাকিবকে সমর্থন দেওয়ার কথা আরেকবার মনে করিয়ে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুধু তা-ই নয়, সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শান্ত। সেখানেই সাকিব ইস্যুতে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়… অবশ্য এটা অন্যরকম একটা বিষয়। প্রত্যেকটা খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছেন।”

সঙ্গে যোগ করেন, “আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে) এবং তখন যদি কথা ওঠে (সাকিবের বিষয়ে), তাহলে অবশ্যই বলব প্রত্যেকটা খেলোয়াড় সাকিব ভাইয়ের সঙ্গে আছেন।”

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর শান্ত ফোন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে জানানো হয়েছিল, দেশে ফেরার পর বাংলাদেশকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা।

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো ঘটনাকে টেস্টে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ধরা হচ্ছে। অনেকের কাছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ অর্জন এটি। শান্ত এই সাফল্যকে কীভাবে মূল্যায়ন করছেন? বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, “এটা বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জনগুলোর একটি। আমার কাছে এটাই সেরা মনে হচ্ছে। শুধু আমার একার নয়, দলের সবারই বিশ্বাস এটা।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত