Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সংসদ সদস্য পদ হারানোর সময় ব্যাটে বলে উজ্জ্বল সাকিব

সাকিব বাংলা টাইগার্স ২
[publishpress_authors_box]

ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের সংসদও ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। তাতে সংসদ সদস্য পরিচয়টিও আর থাকবে না সাকিব আল হাসানের। বাড়তি দায়িত্ব না থাকলে ক্রিকেটে মনোযোগী হওয়া সহজ! কানাডা টি-টোয়েন্টি লিগে সাকিবের সর্বশেষ পারফরমে তাই মনে হচ্ছে।

গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক সাকিব। বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাংলাদেশ অলরাউন্ডারের হাতে।

ব্রাম্পটনে ১৮ ওভারের ম্যাচে সারে জাগুয়ার্স আগে ব্যাট করে ১০৮ রান তোলে। রান তাড়ায় নেমে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে ৮ উইকেট হারানো বাংলা টাইগার্স। ২ উইকেটে ম্যাচ জিতে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠেছে সাকিবের দল। বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন।

সারের বিপক্ষে ম্যাচের আগে টুর্নামেন্টে ৫ ইনিংসে সাকিবের সর্বোচ্চ রান ছিল ২৪। বাকি চার ইনিংসে খুবই বাজে ছিলো সাকিবের রান। অবশ্য সাকিব ম্যাচ সেরা হলেও দলের জয়ে ভূমিকা রাখেন কার্টিস ক্যাম্ফার। আইরিশ এই অলরাউন্ডর ১৭ রানে ৪ উইকেট নিয়ে সারের ইনিংস দ্রুত গুটিয়ে দেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত