Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আবার মাঠেই দেখা হচ্ছে তামিম-সাকিবের

South Africa's Kagiso Rabada (L) congratulates Bangladesh's Shakib Al Hasan (C) and Bangladesh's Tamim Iqbal (R) after Bangladesh won the third one-day international (ODI) cricket match between South Africa and Bangladesh at SuperSport Park in Centurion on March 23, 2022. (Photo by Christiaan KOTZE / AFP) (Photo by CHRISTIAAN KOTZE/AFP via Getty Images)
South Africa's Kagiso Rabada (L) congratulates Bangladesh's Shakib Al Hasan (C) and Bangladesh's Tamim Iqbal (R) after Bangladesh won the third one-day international (ODI) cricket match between South Africa and Bangladesh at SuperSport Park in Centurion on March 23, 2022. (Photo by Christiaan KOTZE / AFP) (Photo by CHRISTIAAN KOTZE/AFP via Getty Images)
[publishpress_authors_box]

সবশেষ গত ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল দুই ক্রিকেটারের দল। শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ম্যাচের আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সরাসরি দেখা হয়েছিল গত বিপিএলে। এর মাঝে এক সময়ের দুই বন্ধুর আর কোন চোখ দেখাদেখি হয়নি।

এতদিন পর সেই সুযোগ সামনে এসেছে। দুই বন্ধু খেলবেন একই লিগে। সেই সুবাদে আবারও ম্যাচ শেষে হাতে হাত রেখে করমর্দন করবেন তামিম-সাকিব।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দুজন খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। সাকিব দল পেয়েছিলেন আগেই, মঙ্গলবার রাতে দল পেলেন তামিমও।

সাকিব এই টুর্নামেন্ট খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। এবার তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। টুর্নামেন্টে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন তামিম নিজেই। 

তিনি বলেন, “হ্যালো সবাইকে, আমি রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।”

তামিমের দলে সাবেক ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, উপুল থারাঙ্গা, তিলাকরত্নে দিলশান ও হারশেল গিবস আছেন। এই দলেই সুযোগ হয়েছে বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের। এছাড়া গুজরাট সোয়াম্প আর্মি দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

সাকিব সম্প্রতি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে খেলার কথা ছিল। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছেন না। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি।

তামিম কিছুদিন আগেই সকল ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। তবে লিজেন্ডস লিগে নিয়মিত খেলার কথা বলেছেন নিজেই। সেই ধারাবাহিকতায় প্রথম লিজেন্ডস টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এই ব্যাটার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত