ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৬ ক্রিকেটার। ছেলেদের প্রতিযোগিতায় ১৫ জন আর নারীদের হান্ড্রেডে একজন। ১০০ বলের এই লড়াইয়ে দল পাওয়ার দৌড়ে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। রয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো হাফসেঞ্চুরি করা জাকের আলীও। ড্রাফটতে তাদের পাওয়ার লড়াইয়ে ন্যুনতম দাম কত ধরা হয়েছে?
আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফট। সেটিরই তালিকা মঙ্গলবার (৫ মার্চ) প্রকাশ করেছে দ্য হান্ড্রেড কর্তৃপক্ষ। ছেলেদের প্রতিযোগিতায় এবার ইংল্যান্ডের ২৪৫ জন ও বিদেশি ৩৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশের আছেন ১৫ ক্রিকেটার।
প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন সাত বিদেশি ক্রিকেটার। যাদের ন্যুনতম দাম ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। এই শ্রেণিতে নেই বাংলাদেশের কোনও ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ধরা হয়েছে ১ লাখ পাউন্ড বা ১ কোটি ৪০ লাখ টাকা। এখানেও বাংলাদেশের কেউ নেই।
তবে তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন সাকিব। এখানে খেলোয়াড়দের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড বা ১ কোটি ৫ লাখ টাকা। পরের ক্যাটাগরিতে বাংলাদেশের দুজন- তামিম ইকবাল ও লিটন দাস। তাদের ন্যুনতম দাম ধরা হয়েছে ৫০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ টাকা। ৫০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে ৪০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে নেই কোনও বাংলাদেশি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছেন জাকের। তিনিও আছেন হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে। দাম নির্ধারণ না করা ক্যাটাগরিতে রয়েছেন এই ব্যাটার। তার সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন আরও নয়জন- নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
মেয়েদের দ্য হান্ড্রেডের ড্রাফটে একমাত্র বাংলাদেশি জাহানারা আলম। এই পেসার রয়েছেন দাম নির্ধারণ না হওয়া ক্যাটাগরিতে।
ইংল্যান্ডে ১০০ বলের লড়াই শুরু হয়েছে ২০২১ সাল থেকে। যদিও এখন পর্যন্ত কোনও বাংলাদেশি খেলেননি এই প্রতিযোগিতায়। এবারের ড্রাফট থেকে কেউ সুযোগ পান কিনা, সেটাই এখন দেখার।
ড্রাফটে আছেন যারা (ন্যুনতম দাম)
সাকি আল হাসান- ১ কোটি ৫ লাখ টাকা
তামিম ইকবাল- ৮৪ লাখ টাকা
লিটন দাস- ৮৪ লাখ টাকা
তাসকিন আহমেদ- ৭০ লাখ টাকা
শরিফুল ইসলাম- ৭০ লাখ টাকা
দাম নির্ধারণ হয়নি যাদের
জাকের আলী, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
* মেয়েদের ড্রাফটে আছেন জাহানারা আলম (দাম নির্ধারণ করা হয়নি)