Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে টেস্টে আছেন সাকিব

সাকিব-1
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান কোন সিরিজে খেলবেন আর কোনটায় খেলবেন না তা আগে থেকে বলে দেওয়া মুশকিল। দলের আর সব সদস্যের মতো নিয়ম করে দল নির্বাচনে পাওয়া যায় না তাকে। তবে সামনের পাকিস্তান সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে থাকছেন সাকিব।  

বিশ্বকাপের পর বিসিবিকে জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তাই বুধবার মিরপুরে জালাল ইউনুস সাকিবের টেস্ট সিরিজে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে কানাডায় টি-টোয়েন্টি লিগে খেলা সাকিব সেখান থেকে দুবাই হয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারেন।

সাকিবের আসন্ন সিরিজে থাকা নিয়ে ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেছেন, “সে টেস্টে অ্যাভেইলেবল (দলে থাকার জন্য প্রস্তুত) আছে। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে সে হয়তো দুবাই থেকে সরাসরি পাকিস্তান চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দুই-একদিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।”

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে। টেস্ট থেকে কাঁধের ইনজুরির কারণে সাময়িক বিরতি নেওয়া তাসকিন এখন অনেকটা সুস্থ। তাই পাকিস্তান সিরিজে এই পেসারকে সাদা পোষাকে দেখা যাতে পারে। জালাল ইউনুস বলছিলেন, “তাসকিনের একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত