Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সাকিবের অভিজ্ঞতা ধরে টান মারলেন শেবাগ

সাকিব
[publishpress_authors_box]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানের আউটের ধরন দেখে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বীরেন্দর শেবাগ। ভারতের বিপক্ষে সুপার এইট ম্যাচ শেষেও সাকিবকে ধুয়ে দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার। এবার বাংলাদেশি অলরাউন্ডারের অভিজ্ঞতা ধরে টান মেরেছেন শেবাগ।

ভারতের বিপক্ষে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব ৭ বলে করেছেন ১১ রান। ছক্কা মারার পরের বলেই আউট হয়ে ফিরেছেন। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দল যখন বিপদে, তখন সাকিবের কাছ থেকে ভালো একটি ইনিংসের প্রত্যাশা করা স্বাভাবিক। শেবাগও করেছিলেন। কিন্তু অভিজ্ঞ সাকিব পরিস্থিতির দাবি না মিটিয়ে উইকেট বিলিয়ে এসেছেন।

শেবাগ সাকিবের আউট মেনে নিতে পারেননি। ক্রিকেটবিষয়ক ওয়েসবাইট ক্রিকবাজ-এর অনুষ্ঠানে সাবেক ভারতীয় ব্যাটার বলেছেন, “আপনার সঙ্গে অন্য প্রান্তের যে ব্যাটার আছেন, তার ক্রিজে টিকে থাকুন এবং চেষ্টা করুন ম্যাচ বের করে আনার। কিন্তু আপনি ৭ বলে ১১ রান করলেন এবং আউট হয়ে গেলেন। আমি ঠিক বুঝলাম না।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলেছেন মাত্র দুই ক্রিকেটার। রোহিত শর্মার সঙ্গে অন্য নামটি সাকিবের। বিশ্ব মঞ্চে এতবার খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন এই অলরাউন্ডার, সেটির প্রয়োগ দেখতে না পেয়ে ক্ষুব্ধ শেবাগ, “তার অনেক অভিজ্ঞতা, কিন্তু সেটার ব্যবহার করছে না। নাকি তিনি কোনও কিছুর পরোয়া করেন না?”

এ কারণে আগের কথা আরেকবার মনে করিয়ে দিলেন শেবাগ, “আপনি একটা বলে ছক্কা মেরেছেন মানে এই নয় যে, প্রত্যেক বলে ছক্কা মারতে পারবেন। এ কারণেই এর আগে আমি বলেছিলাম, সাকিবের উচিত সরে দাঁড়িয়ে নতুন খেলোয়াড়ের পথ তৈরি করে দেওয়া।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ শেষেও সাকিবকে ধুয়ে দিয়েছিলেন শেবাগ। সেবার তিনি বলেছিলেন, “লম্বা সময় তিনি অধিনায়ক ছিলেন, দলের অনেক সিনিয়র ক্রিকেটার তিনি। সেই জায়গা থেকে আমার মনে হয়, নিজের পারফরম্যান্স দেখে তার লজ্জা পাওয়া উচিত। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে গিয়ে অবসরের ঘোষণা দেওয়া উচিত তার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত