Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সাকিব শেষ টেস্ট মিরপুরেই খেলছেন, দেশে ফিরবেন দ্রুত

s4
[publishpress_authors_box]

যেমনটা সাকিব চেয়েছিলেন ঠিক সেভাবেই হতে চলেছে। লাল বলের ক্যারিয়ার দেশের মাঠে শেষ করছেন। ভারতে থাকতেই জানিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান।

শুরুতে সাকিবের দেশে এসে খেলা নিয়ে বেশ জটিলতা থাকলেও এখন তা কেটে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে মিরপুরে শেষ টেস্ট খেলবেন সাকিব। দেশে ফিরবেন বৃহস্পতিবার বা শুক্রবার।

আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা মারা যাওয়ার দায় দিয়ে সাকিবকে আদাবর থানায় হত্যা মামলার আসামী করা হয়। এরপর থেকে সাকিবের দেশে আসা সংশয়ে পড়ে যায়। কিন্তু আইনমন্ত্রনালয় থেকে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও মামলা দিয়ে হয়রানি না করার বিষয়টি জানানো হলে সাকিবের দেশে ফেরার বিষয়ে মেঘ কাটতে থাকে।

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, “আসিফ নজরুল স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই আসলে যে মামলা হয়েছে হত্যা মামলা। ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।”

এতে আরও স্পষ্ট হয় সাকিব দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারবেন। পাশাপাশি সাকিব নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে রাজনীতিতে যোগ দেওয়া, আগস্ট বিপ্লবে ছাত্রদের পাশে না থাকায় দুঃখ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেন। ওই পোস্টে শেষ টেস্টে মিরপুরে খেলার ইঙ্গিত দেন এবং ওই সময় দেশের সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

সাকিবের সঙ্গে ফেইসবুকে নিজের ছবি পোস্ট করেছেন হান্নান সরকার। ছবি : ফেইসবুক

তাই সব সাকিবের চাওয়া মতোই এগোচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন সেরা উপায়েই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে পারছেন। ব্যাপারটি বুধবার নিজের ফেইসবুক পেজে করা এক পোস্টে নিশ্চিত করেছেন নির্বাচক হান্নান সরকার। সাকিবের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন , “সাকিব খুব সম্ভবত মিরপুরে তার শেষ টেস্ট খেলবেন। লাল বলে এই লিজেন্ডকে বিশ্ব ক্রিকেট মিস করবে। তোমাকে সবসময়ই মনে রাখা হবে, শুভকামনা।”

জানা গেছে সাকিব বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা পৌঁছবেন। তবে বিসিবি এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনও জানায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত