কানপুরেই সাকিব আল হাসানের শেষ টেস্ট ভেবে বাংলাদেশী ক্রীড়াপ্রেমীদের মন খারাপ হয়েছিল নিশ্চয়ই। তাদের জন্য সুখবর। সাকিবের শেষটা দেশের মাটিতেই হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে দলে রেখেই প্রথম টেস্টের দল দিয়েছে বিসিবি।
এতে বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকার লাল বলের বিদায়টা হতে যাচ্ছে রাজকীয় ভাবে। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ। এছাড়া বাকি ১৫জন আগের মতোই আছেন।
সিরিজ খেলতে বুধবার সকালেই দেশে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল। সাকিব আর হাসান ছাড়া বাকি সবাই দেশেই আছেন সাকিবের আসার কথা আছে বৃহস্পতিবার দিবাগত রাতে। বাংলাদেশ দল অনানুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বৃহস্পতিবার থেকেই। সিরিজের প্রথম টেস্ট ২১ অক্টোবর থেকে।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।