সাকিব আল হাসানের সবচেয়ে ঘনিষ্ট কোচ বলা হয় মোহাম্মদ সালাউদ্দিনকে। দুজন গুরু-শিষ্য হলেও সম্পর্কটা বন্ধুর মতো। সাকিব যখন ক্যারিয়ারের শুরুতে সালাউদ্দিন ততদিনে কোচ হয়ে গেছেন। সাকিবকে প্রথমদিকে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ক্লাবে খেলিয়েছিলেন এই কোচ।
জাতীয় দলে অভিষেকের পর ঢাকা প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো থেকে প্রস্তাব পাচ্ছিলেন সাকিব। তখন সাকিবকে টাকার পেছনে ছুটতে মানা করেছিলেন সালাউদ্দিন। বলেছিলেন, “একদিন টাকা তোমার পেছনে ছুটবে।” সালাউদ্দিনের কথা সত্যি হয়েছে।
খুব কাছের বন্ধুতুল্য শিষ্যের টেস্ট ক্যারিয়ারের শেষটা দেশের মাটিতে দেখতে না পেয়ে ব্যথিত হয়েছেন এই কোচ। যারা মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের না খেলার বিপক্ষে তাদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন সালাউদ্দিন। এ নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি ফেসবুকে।
শুধু সাকিব নন, সালাউদ্দিন স্মরণ করেছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালদের অবদানও। তাদের দেশের হয়ে ত্যাগগুলো সামনে এনেছেন তিনি। বিক্ষোভকারীদের সামনে প্রশ্ন রেখেছেন কেন ক্রিকেটারদের অবদানকে হেয় করা হলো। মানুষের ভুল মানুষ ক্ষমা করে দেওয়া বড় গুণ এমনটাও বলেছেন সালাউদ্দিন।
এই কোচের ভাষ্য সাকিব-মাশরাফি-তামিমরা খুনি না, তারা মানুষের উপকার ছাড়া ক্ষতি করেনি কখনও। ফেসবুক স্ট্যাটাস না দেওয়ায় তাদের শত্রু হিসেবে দেখা থেকে বিরত থাকতে বলেছেন বিক্ষোভকারীদের।