Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

মিরপুরে সাকিবের শেষ টেস্ট ‘বড় পাওয়া’

নিজের ফেসবুকে সাকিবকে বিদায়ী অভ্যর্থনা জানিয়ে এ ছবি পোস্ট করেছেন হান্নান সরকার। ছবি : সংগৃহীত
নিজের ফেসবুকে সাকিবকে বিদায়ী অভ্যর্থনা জানিয়ে এ ছবি পোস্ট করেছেন হান্নান সরকার। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ারের শেষটা দেশের মাটিতে করতে চেয়েছিলেন। তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। অনেক জল্পনা-কল্পনা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন এই অলরাউন্ডার। মিরপুরের এই টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলতে পারাকে ‘বড় পাওয়া’ হিসেবে দেখছে বিসিবিও। নির্বাচক হান্নান সরকার জানালেন তেমনটাই।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন চমক উপহার দিয়ে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ঘরের মাঠে প্রোটিয়াদের সঙ্গে প্রথম টেস্টটি হবে তার শেষ। কিন্তু ওই সময় সাকিবের দেশে আসা নিয়ে বিরাট অনিশ্চয়তা ছিল।

সময়ের সঙ্গে তা কেটেছে। সাকিবের দেশে আসতে বাধা নেই। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলবেন, সুযোগ আছে বিপিএলে খেলারও।

ঘরের মাঠের টেস্টে সাকিবের অবসরের সুযোগ দিতে পেরে নির্বাচক হান্নান সরকার বলেছেন, “আমরা সবাই জানি, এটা একটা সরকারি ইস্যু ছিল, বিসিবির ইস্যু ছিল। ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিবকে দলে রাখা যাবে, স্বাভাবিকভাবেই আমরা তাকে দলে রেখেছি।”

সঙ্গে যোগ করেছেন, “এটা আমাদের জন্য একটা বিশাল আনন্দের ব্যাপার যে আমাদের এরকম একজন কিংবদন্তি খেলোয়াড়… মিরপুর থেকে, যেটাকে আমরা আমাদের হোম অব ক্রিকেট বলি, সেখান থেকে বিদায় নিচ্ছে। এটা শুধু সাকিবের জন্যই নয়, বাংলাদেশি হিসেবে আমাদের সবার জন্যই বড় পাওয়া।”

সাকিব নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে দেবেন বলে আশাবাদী সাবেক এই ওপেনার, “আশা করছি, এই ম্যাচটা আমাদের জন্য স্মরণীয় এক ম্যাচ হয়ে থাকবে। যে ম্যাচে সাকিব নিজের ভালো পারফরম্যান্সের পাশাপাশি দলের ভালো কিছুতে ভূমিকা রাখবে। আমি মনে করি, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি হতে যাচ্ছে যে এই ধরনের কিংবদন্তি খেলোয়াড় ঘরের মাঠ থেকে বিদায় নিতে যাচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত