Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সাকিবের অবসরের সিদ্ধান্তে অবাক হাথুরুসিংহে

shakib-hathuru
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, দেশের মাটিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষ টেস্ট খেলবেন তিনি। তবে নিরাপত্তা শঙ্কায় এই সিরিজে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় আছে যথেষ্ট। সেই হিসাবে বলা হচ্ছে, ভারতের বিপক্ষে কানপুরেই হয়তো শেষ টেস্ট খেললেন এই অলরাউন্ডার।

সাকিব জানিয়েছিলেন বিসিবি, টিম ম্যানেজমেন্ট, কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করেই টেস্ট ও টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রধান কোচ হাথুরুসিংহে জানালেন, সাকিবের টেস্ট ছাড়ায় ঘোষণায় দলের সবাই অবাক হয়েছেন।

কানপুর টেস্ট ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পরও রোহিত শর্মারা এই টেস্ট থেকে ফল বের করে নিয়েছেন। তবে হারের চেয়ে এই টেস্ট ঘিরে সাকিবের অবসর নিয়ে বেশি আলোচনা হচ্ছে। পঞ্চম দিনে ভারতের জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা চন্ডিকা হাথুরুসিংহেকে সাকিবকে নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

ভারতীয় এক সাংবাদিকদের প্রশ্ন ছিল, কানপুরেই কি শেষ টেস্ট খেলে ফেললেন সাকিব? বাংলাদেশ কোচের উত্তর, “এটাই (সাকিবের খেলা) শেষ টেস্ট, এমন কিছু আমি শুনিনি। যতটুকু আমি জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলবে।”

সাকিব তার অবসরের ঘোষণাতেও একই কথা জানিয়েছেন। দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় নিতে চান তিনি। কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার আরও জানিয়েছিলেন, কোচ-খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে সাকিবের সিদ্ধান্ত অবাক করেছে হাথুরুসিংহেকে। কানপুর টেস্ট শেষের পর তিনি বলেছেন, “আমার মনে হয়, (সাকিবের) বদলির পরিকল্পনা সবসময়ই ছিল, বিশেষ করে সে যখন তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। ওটাকে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত