Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সাকিবের ফেরা সংশয়ে, বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা

sss
[publishpress_authors_box]

বৃহস্পতিবার রাতে সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরার কথা ছিল। সেই সম্ভাবনা আমলে নিয়ে সাকিবকে দলে রেখেই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। কিন্তু বৃহস্পতিবারেই পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বাংলাদেশ অলরাউন্ডারের দেশে ফেরা সংশয়ে পড়ে গেছে।

সংশয়ের কারণ মিরপুর টেস্টে সাকিবকে খেলতে না দেওয়ার জোর দাবি তুলেছে সাকিববিরোধী একটি পক্ষ। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার অনুশীলনের সময়ে দুপুর আড়াইটার দিকে স্টেডিয়ামের ২ নম্বর গেটে তাদের মানববন্ধন করার কথা আছে। সাকিবকে এই টেস্টে না রাখার আবেদন জানিয়ে বিসিবি বরাবর স্মারকলিপি দেওয়ার কথা আছে তাদের।

এমন পরিস্থিতিতে সাকিব দেশে ফিরলে মিরপুরে স্টেডিয়ামে টেস্ট খেলার পরিস্থিতি থাকবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সেই শঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে থাকা সাকিবকে সরকারের পক্ষ থেকেই সবুজ সংকেত দেওয়া হয়নি।

তাই বাংলাদেশ সময় বিকেল ৫টায় দুবাই থেকে বিমানে চড়ার অপেক্ষায় থাকা সাকিব যথাসময়ে বিমানে উঠতে পারবেন কিনা তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই অনিশ্চয়তা তৈরি হয়েছে ম্যাচ নির্বিঘ্নে হওয়া নিয়েও। অবস্থা অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা করতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন জন প্রতিনিধি এসেছেন বিসিবিতে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দুজন সহকারী ও প্রেস সচিব উপস্থিত আছেন। তাদের সঙ্গে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের আলোচনা চলছে বলে জানতে পেরেছে সকাল সন্ধ্যা

সাকিববিরোধীদের বাধা দুই সপ্তাহ ধরেই আলোচনায় ছিল। সাকিব দেশে ফিরতে পারেন এমন খবর জানার পরই ভারত সিরিজ চলাকালীন মিরপুরে স্টেডিয়ামের দেয়ালে সাকিববিরোধী স্লোগান লিখে যায় একদল যুবক। দুদিন আগে ওই স্লোগানগুলো সাদা রং দিয়ে মুছে দিয়েছিল বিসিবি।

বৃহস্পতিবার নিরাপত্তার আয়োজন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামে। সকালে পুলিশের কে৯ ডগস্কোয়াড দিয়ে পুরো স্টেডিয়াম সার্চ করা হয়। এরপর র‌্যাব মহড়া দিয়েছে। আর দুপুর থেকে স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত