Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ভোগান্তি থেকে বাঁচতে পাশাপাশি শামীম-আইভী

আইভি-শামীম এক টেবিলে (2)
Picture of আঞ্চলিক প্রতিবেদক, নারায়ণগঞ্জ

আঞ্চলিক প্রতিবেদক, নারায়ণগঞ্জ

দীর্ঘ দিনের ভোগান্তির পর নারায়ণগঞ্জ শহরকে যানজট ও হকারমুক্ত করতে একসঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম তারা এক হলেন।

নগরীর যানজট, ফুটপাত দখল ও সড়কের অব্যবস্থাপনাসহ নাগরিক বিভিন্ন সমস্যা নিরসনে গোল টেবিল বৈঠকের আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। এতে অংশ নেন সিটির মেয়র সেলিনা হায়াত আইভী, সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান।

২০১১ সালে অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ভোটে লড়েন বর্তমান ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সে নির্বাচনে আইভীর কাছে হেরে যান শামীম। তারপর থেকেই তাদের মধ্যে চলা দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

আইভী-শামীমের দ্বন্দ্ব মেটাতে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান দীর্ঘ দিন ধরে তাদেরকে টেবিলে বসার আহ্বান জানিয়ে আসছিলেন। এর মধ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাব শনিবার এ আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে মেয়র আইভী বলেন, শামীম ওসমান ও সেলিম ওসমান আমার দুই ভাই। আপনারা প্রতিশ্রুতি দেন শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করবেন। যারা নগরীতে হকার বসিয়ে, অবৈধ স্ট্যান্ড বানিয়ে বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মেয়র আইভী বলেন, “এই নগরীতে যারা অন্যায় করবে তাদের কাউকেই যেন ছাড় দেওয়া না হয়। সেটা যদি আমি আইভীর ভাইও হয় তাহলেও না। তাহলেই এই নগরী সবার জন্য একটি বসবাসযোগ্য নগরী হবে।”

আইভী বলেন, নারায়ণগঞ্জ শহর বাসের নগরীতে পরিণত হয়েছে। মৌমিতা পরিবহনের বাসগুলো প্রচণ্ড দাপটের সাথে রাস্তা দখল করে বসে থাকে। ট্রাফিক পুলিশের কাজই হলো যানজট নিরসন করা। এটা তো তারা মেয়র বা এমপিদের প্রতি চাপিয়ে দিতে পারে না। ৬০০ হকারকে পুনর্বাসন করেছি আমরা। সেই ৬০০ হকার দোকান বিক্রি করে এখন রাস্তায়। পুরো শহর হকারদের দখলে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। প্রশাসন মেয়রের কথা শোনে না সারা বাংলাদেশেই। তারা এমপিদের কথা শোনেন।

মেয়র আইভীর প্রত্যাশা পূরণে সকলে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, “এই নারায়ণগঞ্জ আমাদের, বাংলাদেশ আমাদের। আমরা সব জায়গা নিয়েই কথা বলব। ভালো কাজ সবাই মিলে করব। পুরো শহর হকার মুক্ত করুন। কবে করবেন জানান। মেয়র আবেদন করলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেবে। স্পষ্টভাবে বলতে চাই, হকার উচ্ছেদ ও যানজট নিরসনে নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি আমার শতভাগ সমর্থন থাকবে।”

যানজটের কারণ উল্লেখ করে শামীম ওসমান বলেন, “সিএনজি ও অটোরিকশা চলছে। কিন্তু এই অটোরিকশার ব্যাটারি চার্জের কারণে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়। ওরা দয়ায় চলছে না, কেউ না কেউ টাকা খাচ্ছে তাদের কাছ থেকে। বিআরটিএর পারমিশন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া উচিত না। বিআরটিএ প্রয়োজনের অতিরিক্ত গাড়ির পারমিশন দেবে না। আর সেক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীদের আগে মূল্যায়ন করা উচিত।”

সমস্যার সমাধান করতে হলে সবাইকে কাজ করতে হবে জানিয়ে শামীম ওসমান বলেন, “আমার তরফ থেকে কোনো বাধা আসবে না, আপনারা নিশ্চিত থাকেন। তবে নিয়মটা সবার জন্য হতে হবে।”

অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে মেয়র আইভী ও শামীম ওসমানকে সঙ্গে নিয়ে এক সঙ্গে কাজ করবেন তিনি।  সেলিম ওসমান বলেন,  ফুটপাতের দায়িত্ব আমি পুলিশের কাছে রাখবো না। আপনারা বাসের হিসেব দেন। কোন কোম্পানির কয়টা বাসের অন্নুমোদন আছে। কেউ বলতে পারেন না বাস কয়টা। এখানে কোন জনসভা লাগবে না। শামীম ওসমানের কথাই যথেষ্ট। ওপেন সিক্রেট মাদক চলবে না। মাদক দূর করবেই শামীম ওসমান।

সেলিম ওসমান আরও বলেন, “যানজট ও হকার সমস্যা সমাধান করতে পুলিশকে কাজ করতে হবে। এখানে বিআরটিএর অনুমতি ছাড়া কোন গাড়ি চলাচল করতে পারে না। অবৈধ ইজিবাইকসহ নগরীর হকার মুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশে শামীম ওসমান আছে, এ শহরকে বাঁচাতে মেয়র আইভীর সঙ্গে আছেন বলে জানান তিনি।”

তিনি আরও বলেন, “গত ১০ বছরের চেষ্টার পরে আমরা একত্রিত হতে পেরেছি। আজকে এখান থেকে বসেই আমরা সিদ্ধান্ত নেব কী কী করতে হবে। প্রশাসনকে বলতে চাই, স্ট্যান্ডগুলোকে খালি করেন, এরপর নোটিশ দেন যে ফুটপাতে কোনো দোকান থাকবে না। মেয়র চাচ্ছেন রাস্তাগুলো আগে খালি করা হোক। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিতে থাকবে, কথা দিচ্ছি৷”

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, শহরে হকার উচ্ছেদ ও অবৈধ যান, স্ট্যান্ড উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সরকার অনেক শক্তিশালী, এটি সবাইকে মনে রাখতে হবে।

এ নিয়ে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরু মাহমুদ বলেন, “হকার ও ইজি বাইক যানজটের জন্য দায়ী সেগুলোর ব্যাপারে কাজ করবেন তারা।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত