Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

যুবদল নেতা শামীম হত্যা : নজিবুর-আমিনুল কারাগারে

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

যুবদল নেতা শামীম হত্যা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তিন দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিদের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে গ্রেপ্তার করে। এর আগে বিকালে বনানী থেকে গ্রেপ্তার করা হয় আমিনুল ইসলাম খানকে।

পরদিন তাদেরকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশের ডাক দেয় ঢাকায়। এই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশের ডাক দেয়।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করতে পুলিশের সহায়তায় ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় হত্যা মামলাটি করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত