Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শামীম জানতেন তার জন্যও ওই ইনিংসটা দরকার

Shamim
[publishpress_authors_box]

গত বছর নিউজিল্যান্ডে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন শামীম হোসেন। ওই সিরিজে পারফরম করতে না পারায় আর সুযোগ পাননি। এক বছর পর ডিসেম্বরেই আবার ভাগ্যের দরজা খুললো শামীমের।

দলে ফিরে এবার আর অপেক্ষা করেননি এই বাঁহাতি ব্যাটার। যে দায়িত্বে দলে সুযোগ পেয়েছেন তা দারুণ ভাবেই পূর্ণ করেছেন। দল জেতানো ক্যামিও উপহার দিয়েছেন।

শামীমের ২০৩ স্ট্রাইকরেটে করা ১৩ বলে ২৭ রানে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টের পিচের উপযোগী জয়ের রান পেয়ে যায়। শামীম তার ইনিংসের তিনটি ছক্কা মেরেছিলেন সাত বলের মধ্যে।

বুধবার দারুণ এই ইনিংস নিয়ে শামীম বলেছেন, “এক বছর পর দলে ফিরেছি। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল। আমার দলের জন্যও দরকার ছিল। আমার আত্মবিশ্বাস ছিল যে ভালো কিছু করতে পারব। ম্যাচের ওই অবস্থায় আমার কাছ থেকে দল রান চাইছিল। আমার বিশ্বাস ছিল যদি আমি রান করি তবে দল একটা ভালো অবস্থানে যাবে।”

শামীম এখন সিরিজ জয়ের দিকে তাকিয়ে। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ একটি জিতে এগিয়ে আছে। বাকি দুই ম্যাচে একটি জয়ের আশা করছেন শামীম, “সিরিজে আমরা এগিয়ে আছি। যেহেতু ওরা টি-টোয়েন্টিতে খুবই শক্তিশালি, এই ফরম্যাটে ওদের হারানোর আমাদের জন্য দারুণ ব্যাপার হবে। আর একটি ম্যাচ জিতলেই সেটা হচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত