Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রক্তের খেলায় ক্ষমতা বদলের গল্প নিয়ে আসছে ‘সাম্রাজ্য’

sammrazzo-movie-khijir-hayat
[publishpress_authors_box]

মারিও পুজোর দ্য গডফাদার ট্রিলজি’র অনুপ্রেরণায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্রাজ্য শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন খিজির হায়াত খান।

বৃহস্পতিবার প্রতীকী পোস্টার ফেইসবুকে শেয়ার করেন যাতে লেখা রয়েছে- ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’।

সকাল সন্ধ্যাকে খিজির হায়াত বলেন, “আমরা যতই আদর্শের কথা বলি, মূলত ক্ষমতার জন্যই লড়াইটা হয়। চারিদিকে এত ক্ষোভ, এত ঘৃণা, এত এত প্রতিহিংসা আর সবার মধ্যেই ক্ষমতায় যাওয়ার একটা অদৃশ্য লোভ। সব কিছু মিলিয়ে এই দেশে রক্তের খেলায় ক্ষমতা বদলায়। সে গল্পই বলবে সাম্রাজ্য। মফস্বল শহরের একজন গডফাদার ও প্রভাবশালী একটি পরিবারের গল্পে দেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করবো। দ্য গডফাদার– এর অনুপ্রেরণায় হলেও এটি আমাদের দেশের গল্প।”

খিজির হায়াত জানান, চলচ্চিত্রটির চিত্রনাট্য নির্মাণ প্রায় শেষ প্রান্তে। আসছে জুন-জুলাইয়ে এটির নির্মাণ কাজে হাত দিতে চান তিনি। এর আগে, ২০২৩ সালে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা সাতজন নির্মাণ করেন। এছাড়াও অস্তিত্বে আমার দেশ, জাগো, আই ফর এন আই সহ বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন।

গত আগস্টে সরকার পতনের পর আন্দোলনকারীদের পক্ষে সরব এ নির্মাতা সেন্সরবোর্ডের সদস্য হিসেবে যোগ দেন। পরে আবার স্বেচ্ছায় পদত্যাগ করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত