Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

শমসের মবিন চৌধুরী কারাগারে

শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী
[publishpress_authors_box]

যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আফনান সুমীর আদালত এই আদেশ দেন।

পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

গত ১৭ অক্টোবর ঢাকার বনানীতে নিজ বাসায় অভিযান চালিয়ে শমসের মবিন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশ পণ্ড করতে একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম এই ঘটনায় মারা যান। ওই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

শমসের মবিন চৌধুরী বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালে অবসরে যাওয়ার পরের বছর যোগ দেন বিএনপিতে। ২০০৯ সালেই দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ২০১৫ সালে বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে ২০১৮ সালে যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে। ২০২৩ সালে সেই দলও ছাড়েন, যুক্ত হন তৃণমূল বিএনপিতে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

রাজনৈতিক এই পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন দল, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও আটকের খবর আসতে থাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত