Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

পাঁচশো না হওয়ার আক্ষেপ!

টপঅর্ডারদের দারুণ ব্যাটিংয়ের পরও টেলএন্ডাররা দ্রুত ফেরায় পাঁচশো রান হয়নি বাংলাদেশের। বোল্ড হয়ে ফিরছেন তাইজুল। ছবি : ক্রিকইনফো
টপঅর্ডারদের দারুণ ব্যাটিংয়ের পরও টেলএন্ডাররা দ্রুত ফেরায় পাঁচশো রান হয়নি বাংলাদেশের। বোল্ড হয়ে ফিরছেন তাইজুল। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

গল টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি হওয়ার আগে কেউ যদি বলতো বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০০ রানও করতে পারবে না, তা বিশ্বাস করা কঠিন হতো। কিন্তু বৃষ্টির পর চিত্র বদলে গেল এক নিমিষে।

মুশফিক-লিটন ফিরলেন তিন ওভারের ব্যবধানে। এরপর থেকে দ্রুত বাংলাদেশের ইনিংসের লেজের ব্যাটাররা ড্রেসিংরুমে ফেরায় এখন পাঁচশো রানের আক্ষেপ দেখা দিয়েছে। ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

নাহিদ রানা ও হাসান মাহমুদ আছেন উইকেটে। দুজনই রানের খাতা খোলেননি। হাসান ব্যাট করতে পারলেও নাহিদের ব্যাটে টেস্ট ইনিংস খোঁজা অলীক আশা। তাই পাঁচশোর আক্ষেপ এখন হতেই পারে।

শুধু তাই নয়, তৃতীয় দিন সকালে নাহিদ-হাসান জুটিকে ব্যাটিংয়ে নামানো হবে কিনা তাও একটা প্রশ্ন। বরং ইনিং ঘোষণা করে তৃতীয় দিন সকালের পিচে নাহিদ-হাসানের হাতে নতুন বল দিয়ে দেওয়া আরও সহজ।

এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাশের ব্যাটে বড় ইনিংসের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ব্যাট হাতে একেবারে সাবলীল ইনিংস খেলেছেন দুজনই। চতুর্থ উইকেটে মুশফিক-শান্তর ২৬৪ রানের জুটির পর শ্রীলঙ্কান বোলারদের জন্য কঠিন হয়ে ওঠে মুশফিক-লিটন।

তাদের জুটিতে আসে ১৪৯ রান। এই জুটিতে মুশফিক তুলেছেন ৫৩ রান আর লিটন তুলেছেন ৯০ রান। দলের পাঁচশোর পর লিটনের সেঞ্চুরি না পাওয়াও বাংলাদেশের জন্য আরেক আক্ষেপ।

অবশ্য দ্বিতীয় দিন বিকেল থেকেই থারিন্দু রত্নায়েকের বল ঘূর্নি শুরু হয়েছে। যা তাইজুল-হাসানের জন্য আনন্দের। পাশাপাশি দুই পেসার আসিথা ও মিলান পেয়েছেন সুইং। তিন বোলারই পেয়েছেন তিনটি করে উইকেট। তাই জাকের আলি ৮ ও নাঈম হাসান ১১ রানে ফিরেছেন স্পিনার রত্নায়েকের বলে। তৃতীয় দিন বাংলাদেশ বল হাতে নামলে শুরু থেকেই পিচ থেকে সুবিধা আদায় করতে চাইবেন সফরকারী বোলাররা।

পরপর ফিরলেন মুশফিক ও লিটন

তিন ওভারের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারালো বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাশও দুজনই ফিরলেন ধৈর্য্যের পরীক্ষায় ফেল মেরে। অবশ্য তার আগে নিজেদের কাজটা করে নিয়েছেন দুজনেই।

দলীয় রান ৪৫৮ তে লম্বা জুটির ইতি নামল। মুশফিক তার ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেলেও লিটন হতাশ হয়েছেন নার্ভাস নাইনটিজের শিকার হয়ে।

আসিথা ফার্নান্ডোর ইনসুইংগারে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিক। ৩৫০ বলে ৯ চারে ১৬৩ রানের ম্যারাথন ইনিংস থামে তাতে। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি তার। এক ওভার পর থানিন্দু রত্নায়েকেকে রিভার্স সুইপ খেলতে গিয়ে কাটা পড়লেন লিটন। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করে ফিরেছেন তিনি। ব্যর্থ হয়েছেন ১৭তম ফিফটিকে পঞ্চম সেঞ্চুরিতে পরিণত করতে।

বৃষ্টির পর ক্রিজে নেমে বড় স্বপ্ন মুশফিক-লিটনের

বৃষ্টিতে বেশ লম্বা সময় কাটা পড়ল গল টেস্টের। চা বিরতিও নেওয়া হয়েছিল বৃষ্টির বাধার মাঝেই। প্রায় আড়াই ঘণ্টা পর খেলা শুরু হতে নড়বড়ে হয়নি বাংলাদেশের ইনিংস। আগের মতোই সাবলীল টেস্ট ব্যাটিং করে যাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাশ।

দুই ব্যাটারের ব্যাটেই এখন বড় কিছুর স্বপ্ন। মুশফিক এগিয়ে চলছেন আরও একটি ডাবল সেঞ্চুরির দিকে। অপরাজিত আছেন ৩৩৯ বল খেলে ১৬২ রানে। লিটন অনেকটা চালিয়ে খেলে ১০৯ বলে করেছেন ৮১ রান। দুজনের ১৩৭ রানের জুটিতে ৪ উইকেটে ৪৪৬ রান তুলেছে বাংলাদেশ।

বৃষ্টির বাধায় একশ ছাড়িয়ে এগোনো মুশফিক-লিটনের জুটি

চতুর্থ উইকেটে তিনশো ছাড়ানো জুটি এসেছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে। পঞ্চম উইকেটেও শ্রীলঙ্কানদের ক্লান্তি বাড়িয়ে একশ ছাড়িয়েছে জুটির রান। মুশফিকুর ও লিটন দাশ সাবলীল গতিতেই এগিয়ে নিচ্ছেন দলকে। দ্বিতীয় সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত জুটির রান ১১৪।

গল টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে ২৭ ওভারে ৯১ রান তুলেছিল বাংলাদেশ। ৪ উইকেটে ৩৮৩ রানে দ্বিতীয় সেশন শুরু করে একই গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে আরও ৪৭ রান যোগ করায় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪২৩ রান। মুশফিক ৩২৫ বলে ৯ চারে অপরাজিত আছেন ১৫৯ রানে। লিটন ৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬১ রানে।   

মুশফিক-লিটনের ব্যাটে চারশোর কাছে বাংলাদেশ

প্রিয় গলে অসম্ভব সুন্দর ভাবে এগিয়ে চলছেন মুশফিকুর রহিম। ক্রিজে আসার পর থেকে অভিজ্ঞতার ফুলঝুরি ছুটিয়ে “গলের রাজা” রান বন্যা ছোটাচ্ছেন ব্যাট হাতে। এই মাঠে আরেকটি দুইশোতে চোখ রেখে অপরাজিত আছেন ২৭২ বলে ৭ চারে ১৪১ রানে।  

মুশফিক ও শান্তর গড়ে দেওয়া প্রাচীর ধরে প্রাসাদ গড়ার কাজে যোগ দিয়েছেন লিটন দাশও। ৫৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রানে অপরাজিত তিনি। এ যেন রান খরায় থাকা বাংলাদেশ ব্যাটারদের রানে ফেরার ম্যাচ। মুশফিকের সঙ্গে লিটনের জুটি ৭৪ রানের। গল টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে বাংলাদেশের বোর্ডে জমা পড়েছে ৪ উইকেটে ৩৮৩।

শান্ত-মুশফিকের চতুর্থ উইকেট জুটির রেশ ধরে এগিয়ে চলছে পঞ্চম উইকেট জুটি। ইতিমধ্যে অপরাজিত ৭৪ রানে মুশফিক-লিটনদের বিপদে ফেলতে পারেননি শ্রীলঙ্কান বোলাররা। প্রথম সেশনে তাই ২৭ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলেছে বাংলাদেশ।

দুইশো হলো না শান্তর ফিরলেন দেড়শ’র আগে

গল টেস্টের প্রথম দিন সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে দুইশো রানের ইনিংসের আশা করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু টেস্টের দ্বিতীয় দিন ক্রিজে নেমে খুব বেশি এগোতে পারেননি শান্ত। ১৪৮ রানে থেমেছেন লুজ শট খেলে।

অবশ্য মুশফিক অপরাজিত আছেন ১১৩ রানে। তার সঙ্গে জুটি বেঁধেছেন লিটন দাশ। ১০০ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩১৬।

২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক। দ্বিতীয় দিন শুরুটাও দারুণ করেছিলেন। ব্যাটে বল সংযোগ ঘটিয়ে ভালোই এগোচ্ছিলেন। অথচ আসিথা ফার্নান্দোর একটি ফুল ডিলেভারিতে ড্রাইভ করতে গিয়ে ভুল করলেন।

ব্যাটে-বলের সংযোগ ঠিকঠাক না হওয়ায় বল হাওয়ায় ভাসে মিডঅফের দিকে। শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস সামনে ঝুঁকে পড়ে সহজ ক্যাচ নেন। ভাঙ্গে ৩০৪ রানের বিশাল জুটি। এ জুটিতে গল টেস্টে প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ভালো ভাবেই নিতে পেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত