Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

তবু খুশি হতে পারছেন না শান্ত

shanto-54
[publishpress_authors_box]

জয়ে ফিরেছে বাংলাদেশ। এতে সিরিজেও সমতা ফিরিয়েছে নাজমুল হোসেন শান্তরা। দলের ঘুরে দাঁড়ানোর ‍পথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ৭৬ রানের চমৎকার ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এরপরও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি হতে পারছেন না শান্ত।

ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক রমিজ রাজার প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, “সত্যি কথা বলতে, আমি খুব একটা খুশি নই। আমার আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল। এই উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা কঠিন। আমার আরেকটু লম্বা ইনিংস খেলা উচিত ছিল।”

দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ৬৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রান করেছিল। জবাবে ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এই জয়ে দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে কৃতিত্ব দিচ্ছেন শান্ত, “যেভাবে মিরাজ ও নাসুম বোলিং করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয়।”

সঙ্গে যোগ করেছেন, “ গুরবাজকে আউট করে তাসকিন ভালো শুরু এনে দিয়েছে। গুরবাজ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ব্যাটার। সব মিলিয়ে বোলাররা খুব ভালো করেছে। আমি ফিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা চেয়েছিলাম, যে এনার্জিটা চেয়েছিলাম, সেটা পেয়েছি। সব মিলিয়ে আমি খুবই খুশি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত