টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে লর্ডসে। আর দু’একদিনের মধ্যেই টেস্টের সেরা আসরের তৃতীয় চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। আর ঠিক সেই সময় নতুন চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি তবে নাজমুল হোসেন শান্তদের উদ্বেলিত করছে!
করছে অবশ্যই, কিন্তু তাতে গা ভাসিয়ে বড় স্বপ্ন দেখার সুযোগ নেই। বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত তেমনটা দেখতেও চাইছেন না। তার কাছে এখনই বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখা বোকামি।
মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। ছোটো পদক্ষেপ ফেলে এগিয়ে যেতে চাই। চ্যাম্পিয়নশিপের আগের চক্রে মাত্র এক ম্যাচ জিতেছিলাম। এই চক্রে বেশি জিতেছি। এভাবে হয়তো একদিন ফাইনালও যেতে পারি।”
“আমাদের লক্ষ্য থাকবে সামনের চক্রে কীভাবে ভালো করা যায়। গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৭ নম্বরে ছিলাম। এবার আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট তালিকার ৪ কিংবা ৫ এ ওঠার।”
শান্তর জন্য সেই স্বপ্ন আসলে কতটা বাস্তব হতে পারে? সেটা একটা প্রশ্ন। হোম সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে বিনা লড়াইয়ে হেরে যাওয়া শান্তদের হোমে ভালো করার একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অবশ্য এই সময়েই বিদেশের মাটিতে ভালো করার নজীরও গড়েছেন শান্ত।
দেশে এবং বিদেশে দু’দিকেই এই চক্রে ভালো করতে চান বাংলাদেশ অধিনায়ক, “এটা ঠিক আমরা ঘরের মাঠে টেস্টে ভালো করছি না। এ দিকটায় আমাদের উন্নতি করতে হবে। তবে গতবার যেমন শতকরা হারে আমরা ৪৫ ভাগ ভালো করেছি এবার ১২ টেস্টে এই হারটা আরও একটু উন্নত করতে চাই। এটা যদি ৬০ বা ৬৫তে নিতে পারি তাহলে বুঝবো আমাদের উন্নতি হচ্ছে।”