জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেওয়ার ছিল বাংলাদেশের। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও উইন্ডিজের মাটিতে পাওয়া টেস্ট জয়ে এই ফরম্যাট নিয়ে নতুন স্বপ্ন ধরা দিয়েছিল।
অথচ জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হেরে সেসব স্বপ্ন জলাঞ্জলি যায়। ওয়ানডেতে চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা, আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির ব্যর্থতা মিলে বাংলাদেশ ক্রিকেট নতুন তলানীতে গিয়ে ঠেকে।
সেসব ভুলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নতুন ভাবে শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত। পিছনে নয়, শান্ত শুধু সামনে তাকিয়ে আছেন। নতুন করে নতুন অভিযানে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।
তামিম-সাকিবরা না থাকায় এখন শান্ত-লিটন-মিরাজদের হাতেই বাংলাদেশের “ব্যাটন”। সেই ব্যাটন হাতে নিয়ে আগানোর কথা বলে শান্ত জানিয়েছেন, “বাংলাদেশের জন্য সাকিব ভাই তামিম ভাই অনেক অবদান রেখেছেন। তারা অনেকদিন খেলেছেন। আমাদের যারা এখন খেলছেন তারা বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন। তারা ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছে। আমরা পিছনে ফিরে যেতে চাইনা। আমি বিশ্বাস করি আমরা তাদের উত্তরসূরী হিসাবে দায়িত্ব নিয়েই ক্রিকেটটা খেলব। দলের ভালোর জন্য।”
নতুন শুরুতে নিজের দল নিয়ে খুশি শান্ত। দলে সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাকিদের নিয়ে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কতদূর এগোতে চান তা দেখবেন শান্ত। সেক্ষেত্রে এই দুই টেস্টের সিরিজ হবে নিজেদের দেখে নেওয়ার সেরা মঞ্চ।
শান্ত জানিয়েছেন, “আমি অনেক দূরে চিন্তা করতে চাচ্ছি না। নতুন চক্র। শুরুটা যদি আমরা ভালো করতে পারি। তখন ডে বাই ডে আমরা আসলে কি যোগ করা যায় বা নতুন কি প্রয়োজন তা দেখবো। পরবর্তীতে আলোচনা করতে পারব। আমার কাছে মনে এই কম্বিনেশন এই দুইটা টেস্ট ম্যাচ কত ভালো ক্রিকেট খেলতে পারি এটাই গুরুত্বপূর্ণ।”