দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার আর্জি জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তান সিরিজে তাই তার নেতৃত্ব থাকা নিয়ে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কা উড়ে গেল বিসিবির দল ঘোষনায়। নাজমুল হোসেন শান্তকে নেতৃত্ব দিয়েই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দেওয়া হয়েছে।
তবে দল ঘোষনায় নতুনত্ব সহ-অধিনায়কের নাম। গত কয়েকদিনে শান্তর পরিবর্তে যার নাম নেতৃত্বের তালিকায় সবার আগে ছিল সেই মেহেদি হাসান মিরাজকে দেওয়া হয়েছে ডেপুটির দায়িত্ব। এছাড়া স্বাভাবিক ভাবেই ১৪ সদস্যের দলে নেই সাকিব আল হাসান। ওয়ানডে থেকে অবসরে না গেলেও এ সিরিজে নানা কারণে তার খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন যোগ হয়েছেন তিনজন। এর মধ্যে অভিষেকের অপেক্ষা কেবল নাহিদ রানার। বাংলাদেশ টেস্ট দলের সদস্য নাহিদকে নেওয়া হয়েছেন তানজিম হাসানের পরিবর্তে।
এছাড়া জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্টে খেলতে না পারা লিটন দাস এ সিরিজে নেই। তার জায়গায় কিপিং গ্লাভস হাতে দেখা যাবে জাকের আলিকে। জাকেরের ওয়ানডে অভিষেক না হলেও তিনি এ নিয়ে দ্বিতীয়বার একদিনের দলে ডাক পেয়েছেন। এর আগে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানসডের দলে ছিলেন। তবে ম্যাচ খেলা হয়নি তার।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। এ স্পিনার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথম সুযোগ পেলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহের গায়ে হাত তোলা কান্ডের কারণে এতদিন আলোচিত ছিলেন নাসুম। এবার দলে ফিরে শিরোনাম হয়েছেন। এছাড়া আগের সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়।
আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে দুই ভাবে আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। শনিবার প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দলের বাইরের ক্রিকেটাররা রওনা হবেন। টেস্ট দলের সদস্যরা যাবেন একদিন পর রবিবার। সিরিজের তিনটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬,৯ ও ১১ নভেম্বর।
আফগান সিরিজের দল : সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।