জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনদিন আগে ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমেও দায়িত্ব ছাড়ার ইচ্ছা জানিয়েছিলেন। ওই সময় বোর্ড প্রধান ফারুক আহমেদ ছিলেন দেশের বাইরে।
দেশে ফিরে শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি শুনতে হয়েছে বোর্ড প্রধানকে। এতে একটু বিস্মিত হয়েছেন তিনি। আগেই বোর্ডের বাইরে কিছু বলার আগে ক্রিকেট বোর্ডের সঠিক লোকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন।
শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বুধবার বোর্ড প্রধান জানিয়েছেন, “আমি জানি না শান্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে কিনা। ক্রিকেটাররা অনেক কিছু নিয়েই আপসেট থাকে। যা ওদের ওপর প্রভাব ফেলতে পারে। ক্রিকেটারদের সচেতন হওয়ার দরকার যে, যে জায়গায় কথা বলা উচিত সেখানে যেন কথা বলেন। যেমন ক্রিকেট অপারেশনস, সিইও এরপর চেয়ারম্যান আছেন, এই জায়গাগুলোতে ওই ক্রিকেটার তার মনের কথাটা বলতে পারেন।”
শান্ত চাইলেই তাকে দায়িত্বে থেকে অব্যাহতি দিতে পারে বিসিবি। কিন্তু ফারুক আহমেদ পেছনের কারণটা জানতে চান, “কেউ কোন দায়িত্ব করতে না চাইলে সে বলল পারব না, আমরা বললাম ওকে ধন্যবাদ। এটা সমাধান না। শান্তর যে ব্যাপারটা সেটা আমিও শুনেছি। কিন্তু এর পেছনে কোন কারণ আছে কিনা, কেন করতে চাচ্ছে না এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি।”
নতুন অধিনায়ক হিসেবে এখনই মেহেদি হাসান মিরাজকে টেস্টে ও ওয়ানডেতে এবং টি-টোয়েন্টির জন্য তাওহিদ হৃদয় বা তাসকিনের নাম উঠে আসছে। কিন্তু ফারুক আহমেদ এখনও কোনো সিদ্ধান্তে যেতে নারাজ। শান্তর সঙ্গে হালকা আলাপ হয়েছে, তবে বোর্ড প্রধান সরাসরি আলাপের অপেক্ষায়।