Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নেতৃত্ব ছাড়তে চান শান্ত

শান্ত
Picture of শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

[publishpress_authors_box]

তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাপোষণ করছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষেই অধিনায়কত্ব ছাড়তে চান- এই বিষয়টি জানিয়ে বিসিবিকে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন তিনি। বোর্ড প্রধান ফারুক আহমেদ আইসিসি মিটিং থেকে ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক বয়োজ্যেষ্ঠ সদস্য সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েয়েছেন, নেতৃত্ব চাপ হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছেন না শান্ত। এ কারণে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাঁহাতি ব্যাটার। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বোর্ড প্রধান দেশে ফেরার পর।

এ বছরের ফেব্রুয়ারিতে এক বছরের জন্য সব ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। সে অনুযায়ী এই ব্যাটারের মেয়াদ আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু আনুষ্ঠানিক নেতৃত্ব নেওয়ার পর টেস্টে ভারতের বিপক্ষে ৮২, ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সেঞ্চুরি ও টি-টোয়েন্টিতে দুটো চল্লিশোর্ধ্ব ইনিংস তার প্রাপ্তি।

ধারাবাহিকভাবে রান করতে না পারায় অধিনায়ক শান্ত বেশ চাপে পড়েছেন। টিম ম্যানেজমেন্টের ওই সদস্য সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “শান্ত তিন ফরম্যাটে অধিনায়ক। আমাদের দেশের মতো ক্রিকেট দলে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া খুব চাপের। ওর জন্য তাই ব্যাপারটা চাপ হয়ে যাচ্ছিল। এজন্যই হয়তো সে ওই ইচ্ছাপোষণ করেছে।”

তবে সিদ্ধান্ত জানাতে কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি, “২৯ তারিখে (অক্টোবর) তো টেস্ট। আর নভেম্বরের শুরুতে বোর্ড প্রধান দেশে আসবেন। উনি আসার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত