Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিজের ব্যাটিং অর্ডার গোপন রাখলেন শান্ত

shanto
[publishpress_authors_box]

নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় শ্রীলঙ্কা সফরের দলে নেই। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। তবে তাকে যে সেরা একাদশে রাখা হবে সেই ইঙ্গিত নেই। বরং ব্যাটিং অর্ডার নিচের দিকে লম্বা করতে ওপেনিং থেকে একজন ব্যাটারকে একাদশের বাইরে রাখা হবে।

বাংলাদেশ জাতীয় দল থেকে এমন ঘোষণা এখনও আসেনি কিন্তু কম্বিনেশন যা দাঁড়াচ্ছে তাতে শুরু থেকে একজন ব্যাটার যে কমছেন তা স্পষ্ট। আর তাই নাজমুল হোসেন শান্তকে আবারও ফিরতে হচ্ছে ওপেনিংয়ে। ক্যারিয়ারের শুরুতে যে পজিশনে খেলতেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজে শান্তর ওপেনিংয়ে খেলার আরেক কারণ লিটন দাশের ফেরা। লিটন টেস্টে লোয়ার অর্ডারে ব্যাট করেন। ঠিক ওই জায়গাতেই আছেন জাকের আলি। জাকের এই মুহূর্তে দলের সেরা পারফরমার। আর লিটন টেস্টে অন্যতম অভিজ্ঞ ব্যাটার।

জাকের-লিটন-মিরাজদের অর্ডার ঠিক রাখতে হবে, এছাড়া এই পজিশনে খেলা তিন ক্রিকেটারই অপরিহার্য। তাই ওপেন থেকেই একজনকে বিসর্জন দিতে হচ্ছে। আর পজিশন বদলে সেখানেই শান্তর খেলার সম্ভাবনা।

অবশ্য সংবাদ সম্মেলনে ব্যাপারটি গোপনই রাখতে চাইলেন টেস্ট অধিনায়ক, “এটা (ওপেনিংয়ে নামব কিনা) নিয়ে আসলে এখন এখানে বলতে চাই না। কারণ হলো প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। আমি যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত আছি। আমাদের আরও টপ অর্ডার ব‌্যাটসম‌্যান আছে। তো দলে বিকল্প আছে, দেখা যাক।”

কেন জয়কে দলের বাইরে রাখা হয়েছে বা একজন ব্যাটার কেন কম খেলছেন তা একাদশ ঠিক হলে সবাই বুঝবেন বলে জানালেন শান্ত, “যখন খেলা শুরু হবে, তখনই বুঝতে পারবেন আমরা কী চিন্তা করে দলটা বানিয়েছি, বুঝতে পারবেন কেন দলে একটা ওপেনার কম। কম্বিনেশনটা দেখলে সবার পক্ষে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত