Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

নির্মাণ শ্রমিক শাওন জিতলেন ১৫০০ মিটারে সোনা

১৫০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন শাওন মিয়া। ছবি: সকাল সন্ধ্যা।
১৫০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন শাওন মিয়া। ছবি: সকাল সন্ধ্যা।
[publishpress_authors_box]

বাবা গরীব কৃষক। পুষ্টিকর খাবার কিনে দেওয়ার সামর্থ্য নেই সন্তানদের। এমন পরিবারে জন্ম নিয়েও কখনও বাবার ওপর নির্ভরশীল থাকেননি মোহাম্মদ শাওন মিয়া। পড়াশুনার ফাঁকে ফাঁকে নির্মাণ শ্রমিকের কাজ করেন এই অ্যাথলেট।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার শুরু হয়েছে শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। প্রথম দিনেই বাজিমাত করেছেন কুড়িগ্রামের কিশোর। ছেলেদের অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৫০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে জিতেছেন সোনার পদক।

গলায় সোনার পদক আর হাতে সার্টিফিকেট নিয়ে শাওন নিজের কষ্টের কথাগুলো বলছিলেন, “আমি কিছুদিন আগেও রাজমিস্ত্রীর কাজ করেছি। আমার পরিবারে ৪ ভাই। বাবা কৃষক। তিনি অন্যের জমিতে কাজ করেন। কৃষিকাজে বাবাকে মাঝেমধ্যে সহযোগিতা করি। তবে এর পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করেছি। এটা করে দিনে ৩৫০ টাকা পাই। যে টাকা পেয়েছি সেটা নিজের জন্য খরচ করেছি। আমার প্র্যাকটিসের জন্য খরচ করেছি। কারণ লং ইভেন্টে খাওয়া দাওয়া ভালো না হলে মনের মতো পারফরম্যান্স করা যায় না। এজন্য পুষ্টিকর খাওয়াটা জরুরী।”

১৫০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জয়ের আনন্দ শাওন মিয়ার। ছবি: সকাল সন্ধ্যা।

শুরুতে ১০০ মিটারে দৌড়াতেন শাওন। কিন্তু দূরপাল্লার দৌড়ে আসার পেছনের কারণ ব্যাখা করলেন, “১০০ মিটারে দম ছিল না। স্পিড ছিল না। তখন অতো ভালো করিনি তাই ছেড়ে দিয়েছি। এখানে ১৫০০ মিটার দৌড় শেষ করার পর অনেক ভালো লাগে। অনুভূতি ভালো হয়।”

রেকর্ড গড়ে সোনা জেতায় ফেডারেশন শাওনকে দিয়েছে নগদ ১০ হাজার টাকা। কি করবেন এই টাকা? প্রশ্ন করতেই তিনি বলেন, “ এই টাকা দিয়ে পুষ্টিকর খাবার কিনব। এতে আমার পারফরম্যান্সের উন্নতি হবে।”

বর্তমানে কুড়িগ্রামের পাঁচগাছি দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ছেন শাওন। এই পর্যায়ে আসতে কোচের অবদানকে ভোলেননি তিনি, “ আমার কোচের নাম শফিকুল ইসলাম। তিনি অনেক সহযোগিতা করেছেন। তার দেওয়া সিডিউলে অনুশীলনের কাজ করেছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত