Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

sharfudoolla
[publishpress_authors_box]

আরও একটি প্রথমের সঙ্গে জড়িয়ে গেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের নাম।

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।

এক সংবাদ বিবৃতিতে আজ (বুধবার) এটা নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপের কোনও উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পালন করবেন তিনি।

শরফুদ্দৌলার সঙ্গী হিসাবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া ইলিংওয়ার্থ গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও দায়িত্ব পালন করেছেন ফিল্ড আম্পায়ারের।

 এছাড়া উদ্বোধনী ম্যাচে টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবে ল্যাংটন রুসেরে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

ডালাসে স্থানীয় সময় ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। উদ্বোধনী এই ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা।

৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পাঁচ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন দুটি নারী ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত