Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

টেস্ট দলে নেই শরিফুল, নতুন মুখ জাকের

প্রথমবার টেস্ট দলে জাকের আলি।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ভারত অভিযান বাংলাদেশের। সেই অভিযানেরে টেস্ট দল ঘোষণা করা হলো বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)। দলে নেই পেসার শরিফুল ইসলাম। নতুন মুখ জাকের আলি।

পাকিস্তান সফরের দল থেকে পরিবর্তন এই একটিই। শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন জাকের। গত মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলারই পুরস্কার পেলেন জাকের।

প্রথম শ্রেণির ৪৯ ম্যাচে ৪ সেঞ্চুরিসহ ৪১.৪৭ গড়ে তার রান ২৮৬২। জাতীয় দলের হয়ে ১৭ টি-টোয়েন্টিতে করেছেন ২৪৫ রান।

শরিফুল না থাকায় পেসার এখন চারজন- তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। রয়েছেন চার স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। ইনজুরির জন্য পাকিস্তান সফরে ম্যাচ খেলতে পারা ওপেনার মাহমুদুল হাসানও আছেন দলে।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত