Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

টাকা শোধ না করা চিটাগংয়ে সাকিব-শরিফুল

sh2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

খেলোয়াড়দের গত মৌসুমের বকেয়া পরিশোধ করতে না পারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেই এবারের বিপিএলে। তাদের বদলে বিপিএলের প্রথম দুই মৌসুমে চিটাগং কিংস নামে খেলা ফ্র্যাঞ্চাইজি ফিরে আসছে আবারও।

বাস্তবতা হচ্ছে চিটাগং কিংসের কাছেও বিসিবির পুরোনো পাওনা আছে সাড়ে তিন কোটি টাকা। পুরোনো দেনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকাও দিতে হবে তাদের। সঙ্গে রয়েছে ব্যাংক গ্যারান্টির ছয় কোটি টাকার পে-অর্ডার।

এত বড় অঙ্কের টাকার সামান্যই দিতে পেরেছে সামির কাদের চৌধুরীর মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি। গত সপ্তাহ পর্যন্ত ১১ কোটি টাকার মধ্যে তারা দিয়েছিল মাত্র ৫০ লাখ টাকা। তবে দ্রুত সব টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে চিটাগং কিংস।

এরই মাঝে তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে চমক উপহার দিয়ে চলেছে চিটাগং কিংস।  ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিশ্চিত হয়েছে হায়দার আলী, উসমান খানের খেলাও।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশি সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও ফাস্ট বোলার শরিফুল ইসলামকেও নিশ্চিত করল চিটাগং। নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেজে এটা নিশ্চিত করেছে চিটাগং কিংস। সাকিবের দলে আসা নিয়ে তারা লিখেছে, ‘‘সাকিব আল হাসান ইজ এ কিং’’। একই কথা তারা লিখেছে শরিফুলকে নিয়েও, ‘‘শরিফুল ইসলাম ইজ এ কিং’’।

সাকিব আল হাসানের সঙ্গে আগে থেকে আলোচনা করছিল চিটাগং। গতবার রংপুর রাইডার্সে খেলা সাকিব মিরপুরে শেষ টেস্ট খেলতে ফিরতে পারেন দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএলে চিটাগংয়ের নেতৃত্বেও দেখা যেতে পারে তাকে। তাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাটা বৃহস্পিতার দিল চিটাগং।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত