Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সাকিবের খেলতে না চাওয়ার কারণ জানালেন শরিফুল

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শরিফুল। ছবি : সংগৃহীত
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শরিফুল। ছবি : সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

কানাডার গ্লোবাল টি–টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে সুপার ওভার খেলতে চাননি বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান। তাই জিতিয়ে দেওয়া হয় টরন্টো ন্যাশনালসকে। সেই টরোন্টো পরে চ্যাম্পিয়নও হয়ে যায়।

বাংলা টাইগার্সে সাকিবের সঙ্গে খেলেছিলেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। আজ মিরপুরে সাকিবের খেলতে ‘অস্বীকৃতির’ কারণ জানালেন তিনি, ‘‘আমার মনে হয় যেটা নিয়মে ছিল না, এক ওভারের একটা ম্যাচ। এজন্য মনে হয় আমরা টসে যাইনি। আমার মনে হয় না কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যাচ ছাড়া সুপার ওভার হয়। এজন্যই আমাদের টসে যাওয়া হয়নি। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না।’’

মিডিয়ায় এসেছে সাকিবের কারণেই বাদ পড়েছে বাংলা টাইগার্স। এমন অভিযোগেও শরিফুল পাশে থাকলেন সাকিবের, ‘‘ আসলে কোনও দিন কোনও জায়গায় ম্যাচ না হয়ে এক ওভারের সুপার ওভার হয়নি। তাই উনার দিক দিয়ে  (সাকিবের) ঠিকই ছিলেন। এটা যদি নিয়মে থাকত তাহলে উনি ঠিকই খেলতেন।’’

সাকিবরা না খেলায় পয়েন্ট তালিকার চারে থাকা টরন্টো ন্যাশনালস পায় দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। ম্যাচটা পরিত্যক্ত হলে নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার তিনে থাকা সাকিবের বাংলা টাইগার্স যেত দ্বিতীয় কোয়ালিফায়ারে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান জানিয়েছেন, অবসর নেওয়ার পর সাকিব-মাশরাফির মতো খেলোয়াড়দের রাজনীতিতে আসা উচিত। আপনিও কি তাই মনে করেন? এমন প্রশ্নটা অবশ্য এড়িয়ে গেলেন শরিফুল, ‘‘আমি ছোট মানুষ, এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’’

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন উপদেষ্টার কাছে চাওয়া পাওয়া নিয়ে শরিফুল বললেন, ‘আসলে সবাই তো চায় ভালো কিছু, আমরাও ভালো কিছু চাইবো ইনশাআল্লাহ।’’

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসার পর টেস্টের জন্য লাল বলে অনুশীলন তেমন সমস্যা হবে না বলেই মনে করছেন শরিফুল , ‘‘আমি তো দেখছি সবাই অনেকদিন পর লাল বলে প্র্যাকটিস করেছে। আমি একটু দেরিতে করতেছি একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব, অনেক সময় আছে এখনো। যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করতে পারি। ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে যাচ্ছি মনে হয় (পাকিস্তানে)।’’

পাকিস্তান সফরে নিজের লক্ষ্য নিয়ে শরিফুল জানালেন, ‘‘ রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখছি যে ব্যাটিংবান্ধব উইকেট। আমাদেরও ভালো ব্যাটার আছে খেলাটা ফাইটিং হবে ইনশাআল্লাহ। ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত