গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর পশ্চিম বাংলায় সবাইকে শান্ত থাকতে বলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় এই রাজনীতিবিদ বলেছেন, শান্ত থাকুন। উস্কানিমূলক কথা ছড়াবেন না।
সরকারবিরোধী আন্দোলন তীব্র হলে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতের আগরতলায় নেমে তিনি দিল্লীর উদ্দেশ্যে রওনা দেন বলে খবর দিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার এসব খবর পাওয়ার পরই মুখ্যসচিব বিপি গোপালিক ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা।
বৈঠক শেষে এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে যে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনও মন্তব্য করবেন না যাতে কোনও হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে।
“বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়। এটা সবার কাছে অনুরোধ।”
বিশেষ করে বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ইতোমধ্যেই নানা কিছু পোস্ট করছেন। যে পোস্টগুলো করা উচিৎ নয় বলেই আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলছি, কেউ কোনও পোস্ট করবেন না।”
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “আমরা তো বিস্তারিত জানি না। তাই বাংলায় সবাইকে শান্ত থাকতে বলব। কেউ যেন উত্তেজনা না ছড়ায়, কেউ যেন উত্তেজনায় পা না দেয়। এটা দুটো রাষ্ট্রের মধ্যে বিষয়। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রকের অধীন। ভারত সরকার নজর রাখছে, তারা যা বলবেন আমরা তা করব।’’
একটি সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, বৈঠকেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের কোনও রকম মন্তব্য করতে নিষেধ করেছেন তিনি।