Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বন্যার্তদের পাশে দাঁড়াতে শেখ হাসিনার আহ্বান

শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনা। ফাইল ছবি
[publishpress_authors_box]

দেশে চলমান বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশবাসীকে বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শনিবার সই করেছেন বিপ্লব বড়ুয়া, তবে আওয়ামী লীগের ফেইসবুক পেইজে রবিবার তা প্রকাশ করা হয়েছে। অবশ্য বিপ্লব বড়ুয়া কোথায় অবস্থান করছেন বা কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের প্রায় সব নেতাই আত্মগোপনে রয়েছেন। তাদের কাউকেই জনসম্মুখে দেখা যায়নি।

আত্মগোপনে থেকেই শনিবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছিলেন দলের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিপ্লব বড়ুয়াও অজ্ঞাত স্থান থেকেই বিবৃতি পাঠালেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শ্রেণিপেশার বিত্তবান মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণপূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে, এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, “বিগত দিনে বন্যা মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপদজনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও আমি সকলকে নির্দেশ দিয়েছিলাম।”

চলমান বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান শেখ হাসিনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট দেশে ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। দেশটির গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এখনও তিনি সেখানেই অবস্থান করছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত