Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ আদালতেই মীমাংসিত : বঙ্গভবনের ব্যাখ্যা

বঙ্গভবন। ফাইল ছবি।
বঙ্গভবন। ফাইল ছবি।
[publishpress_authors_box]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে সব প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতে মীমাংসিত হয়েছে।

সোমবার রাতে বঙ্গভবনের প্রেসউইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখা দেওয়া হয়েছে। তবে সেখানে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি পেয়েছিলেন কি না—তা নিয়ে কোনও বক্তব্য নেই।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সৃষ্ট ধূম্রজালের মধ্যে তার পদত্যাগপত্র নিয়ে নতুন তথ্য দেন প্রবীণ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি।

মানবজমিন পত্রিকার রাজনৈতিক সাময়িকী জনতার চোখে গত ১৯ অক্টোবর মতিউর রহমান দাবি করেন, রাষ্ট্রপতি তাকে বলেছেন, “আমি শুনেছি তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনও দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি।”

মতিউর রহমান চৌধুরীর সেই প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

এরই মধ্যে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, “অসত্য বলার মাধ্যমে রাষ্ট্রপতি তার পদের শপথ ভঙ্গ করেছেন।”

এই প্রেক্ষাপটে সোমবার রাতে বঙ্গভবনের প্রেসউইং থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

সেখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে, তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।  

এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে, সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ৮ আগস্ট, ২০২৪ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ মতামত দিয়েছিলেন।

মীমাংসিত এ বিষয়ে নতুন করে কোনও বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত