Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

শেখ জামালের মেসিডোনিয়ান কোচের বিদায়

পারিবারিক কারণে ঢাকা ছেড়েছেন শেখ জামাল ধানমন্ডির কোচ মার্জান সেকুলোভস্কি। ছবি: সংগৃহীত।
পারিবারিক কারণে ঢাকা ছেড়েছেন শেখ জামাল ধানমন্ডির কোচ মার্জান সেকুলোভস্কি। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

কয়েক ম্যাচ ধরেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডাগ আউটে দেখা যাচ্ছিল না মার্জান সেকুলোভস্কিকে। মেসিডোনিয়ান এই কোচের সহকারি সাইফুর রহমান মনি সামলাচ্ছেন ডাগ আউট।

মালদ্বীপের ক্লাবগুলোয় কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসা সেকুলোভস্কি শেষ পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ছেড়ে দেশে ফিরে গেছেন। মাত্র আড়াই মাস শেষেই দেশে চলে গেলেন তিনি।  

পারিবারিক কারণে শেখ জামালের কোচের দায়িত্ব ছেড়েছেন সেকুলোভস্কি, ক্লাব সূত্রে জানা গেছে এমন তথ্য।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচের দায়িত্ব পেলেন জুলফিকার মাহমুদ মিন্টু। ছবি: সংগৃহীত।

৫০ বছর বয়সী এই কোচের বিকল্পও এরই মধ্যে খুঁজে নিয়েছে ক্লাবটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টুকে। জুলফিকার মাহমুদ সর্বশেষ মৌসুমে ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ।

প্রিমিয়ার লিগে অবশ্য খুব বেশি ভালো অবস্থানে নেই শেখ জামাল। ৫ ম্যাচে দুই জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

আগামী ৩ ফেব্রুয়ারি শেখ জামাল প্রিমিয়ার লিগে তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর। এরই মধ্যে ফুটবলারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন জুলফিকার মাহমুদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত