Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ক্রীড়াঙ্গনে থাকছে না শেখ জামাল ও শেখ রাসেল

SK JAMAdL_01sd
[publishpress_authors_box]

বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গন থেকে সরে যাচ্ছে দেশের দুটি ক্লাব শেখ জামাল ধানমন্ডি লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়াচক্র।  

নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামাল ক্লাবের এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “এবার ফুটবল মৌসুমে শেখ জামাল অংশগ্রহণ করবে না। এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এরই মধ্যে আমরা বাফুফেতে এ সংক্রান্ত একটা চিঠিও দিয়েছি।” জানা গেছে, শেখ রাসেল ক্লাবও লিগে অংশ না নেওয়ার জন্য বাফুফেতে আবেদন করেছে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলারদের এই উল্লাস আর দেখা যাবে না। ছবি: সংগৃহীত।

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমের দলবদল শেষ হবে ১৯ আগস্ট। এর আগে এভাবে দুটি ক্লাব অংশ না নেওয়ায় প্রিমিয়ার লিগের আকর্ষণ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন ওই কর্মকর্তা, “ক্রিকেট, ফুটবল দুটি খেলাতেই শেখ জামালের একটা আধিপত্য ছিল। অনেক ট্রফি আছে দলটির। কিন্তু এই ক্লাব সরে যাওয়ায় দেশের ক্ষতি হলো। লিগের আকর্ষণ কমে যাবে এবার।”

আশির দশক থেকেই ফুটবলে অংশ নেয় ধানমন্ডি ক্লাব। ২০১০ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড নামকরণ হয়। নিচের স্তরে থাকলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শেখ জামালকে সরাসরি প্রিমিয়ারে খেলার সুযোগ দেন। ক্লাবটি ফুটবল লিগে একাধিকবার চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে।

বাফুফে অবশ্য ফিফায় চিঠি দিয়েছিল দলবদলের সময় বাড়াতে। ফিফা সেই মেয়াদ না বাড়ানোয় আরো সঙ্কট বেড়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত